শুভাশিস দেব সরকার
‘‘দেশবাসীর মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টি করছেন নরেন্দ্র মোদী। হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন। রাজনৈতিক ফয়দার জন্যই এ কাজ করছেন তিনি। কেড়ে নিতে চাইছেন দেশের মানুষের অর্জিত সব অধিকার। আর এই বিজেপি’র সঙ্গে বোঝাপড়া করে চলছে তৃণমূল। পরাজিত করতে হবে দুই শক্তিকেই।’’
হাওড়া কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থীর সব্যসাচী চ্যাটার্জির পক্ষে জনসভায় এই আহ্বান জানিয়েছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
বুধবার হাওড়া কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী সব্যসাচী চ্যাটার্জির সমর্থনে বালিখাল ও লিলুয়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন সীতারাম ইয়েচুরি। বালিখালে জনসভায় বক্তব্য রাখেন সীতারাম ইয়েচুরি, পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, পাটি জেলা সম্পাদক দিলীপ ঘোষ, সিপিআই নেতা পল্লব সেনগুপ্ত , জাতীয় কংগ্রেসের নেতা পলাশ ভান্ডারি ও হাওড়া কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী সব্যসাচী চ্যাটার্জী। সভাপতিত্ব করেন সিপিআই(এম) নেতা শংকর মৈত্র।
লিলুয়ার জনসভায় বক্তব্য রাখেন সীতারাম ইয়েচুরি, প্রার্থী সব্যসাচী চ্যাটার্জী, শ্রীরামপুর কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী দীপ্সিতা ধর। সভাপতিত্ব করেন গৌতম হালদার।
সীতারাম ইয়েচুরি বলেন, ‘‘বর্তমানে দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আজ আক্রান্ত। মোদী দেশবাসীর কাছে বারেবারে মিথ্যা কথা বলছেন। ফ্যাসিবাদী হিন্দু রাষ্ট্র গড়ে তুলতে চায় বিজেপি। আরএসএস ও বিজেপির হাত থেকে দেশকে রক্ষা করতে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে হারাতেই হবে। দেশকে বাঁচাতে দেশের ধর্মনিরপেক্ষ দলগুলোকে নিয়ে ‘ইন্ডিয়া’ মঞ্চ গড়ে তোলা হয়েছে সেজন্যই।’’
সীতারাম ইয়েচুরি বলেন, ‘‘পেট্রোল, ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। দেশে শিক্ষিত বেকার যুবকদের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। দৃষ্টি অন্যদিকে ঘোরাতে মোদী বলেই চলেছেন দেশবাসীর কাছে গ্যারান্টির কথা। মোদী গ্যারান্টি প্রকৃতপক্ষে শূন্য।’’
ইয়েচুরি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে বোঝাপড়া হয়েছে। তৃণমূল কংগ্রেস চায় না কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতাচ্যুত হয়। বিজেপি’র বিরুদ্ধে নকল যুদ্ধ করছে তৃণমূল কংগ্রেস।’’
শ্রীদীপ ভট্টাচার্য বলেন, ‘‘ভারতের বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতা আজ আক্রান্ত। ধর্ম ও ভাষার ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছে বিজেপি। সবাইকে ঐক্যবদ্ধ করে লড়াই চালাতে হবে।’’ তিনি বলেন, ‘‘আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস চায় যাতে কোনভাবেই বিজেপি বিরোধী ভোট একত্রিত না হতে পারে। ভোটের দিন তৃণমূল কংগ্রেসের দুস্কৃতীরা যাতে বুথে গন্ডগোল করতে না পারে তার জন্য সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা জরুরি।’’
দিলীপ ঘোষ বলেন, ‘‘হাওড়া জেলায় চারটি রাষ্ট্রায়ত্ত কলকারখানা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বন্ধ কারখানা খোলা বা শ্রমিকদের পাশে দাঁড়াতে দেখা যায় না তৃণমূলের সাংসদকে।’’
Comments :0