বিকেল পাঁচটা পর্যন্ত ৭৫.৬৬ শতাংশ ভোট পড়ল রাজ্যে। চতুর্থ দফা নির্বাচনে নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য এই হার জানিয়েছে।
সোমবার রাজ্যের ৮ কেন্দ্রে হয়েছে ভোট। বহরমপুরে ভোটের হার ৭৫.৩৬ শতাংশ, কৃষ্ণনগরে ৭৭.২৯ শতাংশ, রানাঘাটে ৭৭.৪৬ শতাংশ, পূর্ব বর্ধমানে ৭৭.৩৬ শতাংশ, বর্ধমান-দুর্গাপুরে ৭৫.০২ শতাংশ, আসানসোলে ৬৯.৪৩ শতাংশ, বোলপুরে ৭৭.৭৭ শতাংশ এবং বীরভূমে ৭৫.৪৫ শতাংশ।
কমিশনের তথ্য অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোটদানের হার ৬২ শতাংশ। পশ্চিমবঙ্গে ভোটের হার সবচেয়ে বেশি। সবচেয়ে কম জম্মু ও কাশ্মীরে। এই কেন্দ্রশাসিত অঞ্চলের শ্রীনগর কেন্দ্রটিতে এদিন ভোট ছিল। ভোট পড়েছে ৩৫.৭৫ শতাংশ। মহারাষ্ট্রে ভোটদানের হার ৫২.৪৯ শতাংশ।
জম্মু ও কাশ্মীরে বিজেপি বিরোধী দলগুলির নেতৃবৃন্দ প্রশাসনিক স্তর থেকে ভোটদানে বাধা দেোয়ার অভিযোগ তুলেছেন। কেন্দ্রশাসিত অঞ্চলে কোনও নির্বাচিত সরকার নেই। চলছে কেন্দ্রের শাসন। বিজেপি বিরোধী রাজনৈতিক কর্মীদের থানায় ডেকে আটক করে রাখার অভিযোগেও সরব সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ ইউসুফ তারিগামি সহ বিরোধী নেতানেত্রীরা।
Lok Sabha 4th Phase
বিকেল ৫টায় রাজ্যে ভোটের হার ৭৫.৬৬%, দেশে ৬২%, সবচেয়ে কম কাশ্মীরে
×
Comments :0