৭ সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ায় কিংস কাপে খেলতে নামছে ভারতীয় পুরুষ ফুটবল দল। এই টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করা হলো মঙ্গলবার। ২৩ সদস্যের স্কোয়াডে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের একাধিক সদস্য রয়েছেন।
এআইএফএফ জানিয়েছে, এই দলে চারটি বিভাগে মোট ২৩ জন ফুটবলার নির্বাচিত হয়েছেন। গোলরক্ষক বিভাগে রয়েছেন গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং এবং গুরমিত সিং।
মাঝ মাঠের খেলোয়াড়দের মধ্যে নির্বাচিত হয়েছেন জ্যাকসন সিং, সুরেশ সিং ওয়াংজাম, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, রোহিত কুমার, আশিক কুরুনিয়ান, নওরেম মহেশ সিং এবং লালিয়ানজুয়ালা ছাংতে।
প্রসঙ্গত, পারিবারিক কারণের জন্য কিংস কাপে খেলবেন না সুনীল ছেত্রী। তারফলে সুনীলকে ছাড়াই ভারতের আক্রমণ ভাগকে খেলতে হবে।
কিংস কাপে ভারতের প্রথম প্রতিপক্ষ ইরাক। ৭ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার ৭০০ তম বর্ষপূর্তি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ধারে এবং ভারে ভারতের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ইরাক। ভারতের বর্তমান ফিফা র্যাঙ্কিং ৯৯ । সেখানে ইরাক রয়েছে ৭০তম স্থানে। এশিয়ার প্রথম ১০ টি ফুটবল খেলিয়ে দেশের মধ্যেও রয়েছে ইরাক। স্বাভাবিকভাবেই এই ম্যাচ ভারতীয় দলের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে।
২০২৪ সালে এশিয়ান কাপে খেলতে নামবে ভারত। ভারতের গ্রুপে রয়েছে সিরিয়া, অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তানের মত কঠিন প্রতিপক্ষ। এশিয়ান কাপে নামার আগে আগে শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে নিজেদের অবস্থান যাচাই করার পক্ষপাতী ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। সেই হিসেবে ইরাক ম্যাচকে পাখির চোখ করতে চাইছেন ইগর স্টিম্যাচ।
অপরদিকে ৭ তারিখে একই স্টেডিয়ামে মুখোমুখি হবে ইন্দোনেশিয়া এবং লেবানন। এই দুই ম্যাচের জয়ী দল ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচ হবে ১০ সেপ্টেম্বর।
Comments :0