Sambhal

সম্ভল নিয়ে সংসদে সরব অখিলেশ, আগামীকাল ঘটনাস্থলে যেতে পারেন রাহুল

জাতীয়

পরিকল্পনা মাফিক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উত্তরপ্রদেশের সম্ভলে সাম্প্রদায়িক উত্তেলজনা তৈরি করা হয়েছে। মঙ্গলবার লোকসভায় সম্ভল নিয়ে বলতে উঠে এমনই অভিযোগ তুললেন সমাজবাদী পার্টির সাংসদ অকিলেশ যাদব। তিনি বলেন, যারা সব কিছু খুঁড়তে চাইছে তারা দেশের ভ্রাতৃত্ত্ববোধকে নষ্ট করছে। অখিলেশ সরাসরি কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেন , ‘‘এই সরকার সংবিধান মানে না। ধর্মীয় স্থান সংরক্ষণ যেই আইন রয়েছে তা মানা হচ্ছে না।’’
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায় পরিকল্পনা মাফিক উপ-নির্বাচন পিছিয়ে দিয়ে মসজিদ সমীক্ষার রায় দেওয়া হয়। 
২৪ নভেম্বর উত্তরপ্রদেশের সম্ভলে শাহী জামা মসজিদ সমীক্ষাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। উত্তেজনা তৈরির করা অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে বাহিনীরও একাধিক আহত হয়েছেন সংঘর্ষে। উত্তেজনার জেরে পুলিশের গুলিতে মারা গিয়েছেন ৪ জন। আহত বহু। সম্ভালের সমাজবাদী পার্টির সাংসদ জিয়াউর রহমান বর্কের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তর প্রদেশের পুলিশ। 
সম্ভালের সংঘর্ষে মোট ৪০০ জনের বিরুদ্ধে সাতটি ধারায় এফআইআর দায়ের করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে।
এদিন অখিলেশ বলেন, ‘‘পুলিশের গুলিতে মানুষের মৃত্যু হয়েছে। সেদিন যেই পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করা উচিত। তবে মানুষ ন্যায় বিচার পাবেন।’’
সূত্রের খবর বুধবার সম্ভলে যেতে পারেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 
সম্ভালে ষোড়শ শতকের শাহী জামা মসজিদ ঘিরে নিম্ন আদালত সমীক্ষার রায় দেয়। আদালতে একটি আবেদনে দাবি করা হয় হিন্দু মন্দির ভেঙে ওই মসজিদ তৈরি করা হয়েছে। আদালত রায় দিতেই রবিবার ভোরবেলা থেকে সাত তাড়াতাড়ি নেমে পড়ে যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ। অভিযোগ মসজিদের ভেতরে ঢুকে সমীক্ষার নামে দেওয়ালে ভাঙচুর করা হতে থাকে। সেই খবর চাউর হতে তীব্র উত্তেজনা ছড়ায়। শুধু সম্ভল নয়। রাজস্থানের আজমের শরিফ দরগা নিয়েও সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করতে চাইছে আরএসএস মদতপুষ্ট হিন্দু সেনা। তাদের দাবি শিব মন্দির ভেঙে তৈরি করা হয়েছে ওই ঐতিহাসিক দরগা।

Comments :0

Login to leave a comment