আইপিএল শুরু আগেই ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স। প্রায় ৪কোটি টাকা দিয়ে কেনা আফগান স্পিনারকে পাচ্ছেনা নীতা আম্বানির দল। চোটের কারণে ১৮ বছরের স্পিনার ছিটকে গেলেন আইপিএল থেকে। গত বছর জিম্বাবোয়ে ম্যাচে চোট পেয়েছিলেন। সেই চোট না সাড়ায় খেলতে পারবেননা আইপিএলে। প্রায় চারমাস মাঠের বাইরে থাকতে হবে এই তরুণ আফগানী স্পিনারকে।
Comments :0