Basirhat

মিষ্টি নিয়ে বচসা, বসিরহাটে গুলিবিদ্ধ সাধারণ ক্রেতা

জেলা

এবার বসিরহাট শহরেই মিষ্টির দোকানে ঘটে গেল শুট আউটের ঘটনা। দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে  গুলিবিদ্ধ এক সাধারণ ক্রেতা। নাম নবীন দে। বাড়ি মিষ্টির দোকান সংলগ্ন কলেজ পাড়ায়। ঘটনাস্থল থেকে বসিরহাট থানার পুলিশ ৫ টি গুলির খোল উদ্ধার করে। সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্তকরণের কাজ চলছে। গ্রেপ্তারের কোন খবর নেই। রবিবার রাতে ঘঠনাটি ঘটে বসিরহাট কলেজ সংলগ্ন টাকী রোডের ধারে একটি মিষ্টির দোকানে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন কয়েকজন যুবক ওই মিষ্টির দোকান আসে। নলেন গুড়ের সন্দেশের অর্ডার দেয়। সন্দেশ খাওয়ার পর তা নলেনগুড়ের সন্দেশ নয় বলে দাবি করে। শুরু হয় দোকানের মালিকের সাথে বাক বিতন্ডা। শেষে উত্তেজিত হয় যুবকের দল দোকান মালিককে মারধর করে। দোকানের কর্মচারীরা বাধা দিতে এলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে এলে যুবকের দল চলে যায়। পরে সশস্ত্র অবস্থায় এসে দোকানের মালিকের খোঁজ করে। সেই সময় দোকানের মালিক দোকানে ছিলেন না। উত্তেজিত সশস্ত্র যুবকের দল এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। দোকানের শোকেস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গুলি লাগে। সেই সময় দোকানে মিষ্টি কিনতে এসে গুলিবিদ্ধ হন নবীন দে। তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। অভিযোগ সশস্ত্র যুবকের দল চলে যাওয়ার সময় সিসিটিভির হার্ডডিস্ক বাদে বাকি সরঞ্জাম নিয়ে চলে যায়। 

হার্ডডিস্ক খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এদিন রাতে আচমকা এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভীত সন্ত্রস্ত সেখানকার মানুষ। আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। ৫-৬ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments :0

Login to leave a comment