এক রোগীর মৃত্যুিকে কেন্দ্র করে ধুন্ধুমার বেঁধেছে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মঙ্গলবার রাত্রে হাসপাতালে মৃত্যু হয় এক মহিলার। সেই মৃত্যুর পেছনে চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলেন মৃতার পরিজনেরা। হাসপাতাল চত্বরেই তারা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে পুলিস পৌছায় ঘটনাস্থলে। জানা গেছে, মৃতার নাম আমিনা বিবি। বছর সাতাশের ওই মহিলার বাড়ি রামপুরহাট থানার সৈপুর গ্রামে। বুকে ব্যাাথা নিয়ে সোমবার রাত তিনটা নাগাদ রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন ওই মহিলা। ভর্তি হওয়ার পর ওই মহিলার রক্ত পরীক্ষা সহ বুকের ইসিজি করা হয়। অভিযোগ, ভর্তি হওয়ার পর মহিলার যথাযথ চিকিৎসা হয় নি। মৃতার পরিজন নিশার খান বলেন, কর্তব্যরত চিকিৎসক বাইরে চেম্বারে ব্যপস্ত। রোগীর বাড়াবাড়ি হলে নার্সদের মাধ্যধমে চিকিৎসককে কল দেওয়ার চেষ্টা করা হলেও কোনো ফল হয় নি। মঙ্গলবার রাত্রে রোগীর মৃত্যু ঘটে। মৃত্যুড়র খবর পেয়ে রোগীর পরিবারের লোকজন চড়াও হাসপাতালে। চূড়ান্ত ক্ষোভ উগড়ে দেন। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দীর্ঘক্ষন পর। এব্যাপারে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Rampurhat Medical College Hospital
চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ রামপুরহাট হাসপাতালে
×
Comments :0