বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭২ জনের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করলো মুহাম্মদ ইউনুসের অন্তবর্তী সরকার। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইউনুস সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিপ্রকাশ দেখা গিয়েছে। পুলিশের দাবি হাসিনা সহ আওয়ামী লিগ এই বিক্ষোভে উষ্কানি দিচ্ছে, সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছে তারা।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর অন্তবর্তী সরকার ফেলার চক্রান্ত সহ একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে বাংলাদেশ সিআইডি’র পক্ষ থেকে। তাদের দাবি গত ১৯ ডিসেম্বর জয় বাংলা ব্রিগেড নামে একটি সংগঠনের অনলাইন বৈঠকে হাসিনা সরকার ফেরানোর বিষয় আলোচনা হয়েছে। সেই অনলাইন বৈঠকের ভিত্তিতেই দায়ের হয়েছে অভিযোগ।
যেই অভিযোগ দায়ের করা হয়েছে তাতে বলা হয়েছে যে অনলাইন বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রী হসিনা ছিলেন। সেখানে ইউনুস সরকারের বিরুদ্ধে আলোচনা করতে শোনা গিয়েছে। সেখানে আয়োজকদের বলতে শোনা গিয়েছে যে তারা ইউনুস সরকারকে কাজ করতে দেবে না।
ভার্চুয়াল বৈঠকে মোট ৫৭৭ জন ছিলেন বলে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তার এবং তার দলের একাধিক নেতার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। প্রায় ১০০টি মামলা দায়ের হয়েছে। একাধিক নেতাকে গ্রেপ্তারও করেছে অন্তবর্তী সরকার।
Bangladesh
সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ, হাসিনা সহ ৭২ জনের বিরুদ্ধে মামলা

×
Comments :0