২০১৮ সালে যোদপুর আদালত নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করে আশা রাম এবং তার দুই সঙ্গীকে। আশা রামকে যাবতজীবন জেলের সাজা দেওয়া হলেও তার সঙ্গীদের দেওয়া হব ২০ বছরের জেলের সাজা। সুরাটের এক মহিলাকে ২০১৩ সালে ধর্ষণের ঘটনায় তাকে আবার জাবরজীবনের সাজা দেয় গুজরাটের আদালত। সুপ্রিম কোর্টে আশা রাম বাপু আবেদন জানান তার সাজা কমানোর জন্য। সুপ্রিম কোর্ট সেই মামলা পাঠায় গুজরাট হাইকোর্টে। সেখানে খারিজ
ASHARAM BAPU
অন্তবর্তী জামিনের পরেও জেলে থাকবেন আশা রাম

×
মন্তব্যসমূহ :0