ASHARAM BAPU

অন্তবর্তী জামিনের পরেও জেলে থাকবেন আশা রাম

জাতীয়

১৭ দিন অন্তবর্তী জামিন পেলেন আশা রাম বাপু। তবে জামিন পেলেও জেলেই থাকতে হবে তাকে। শারিরীক কারণে সুপ্রিম কোর্ট তাকে অন্তবর্তী জামিন দিয়েছে। আশ্রমে এক নাবালিকাকে ধর্ষণের মামলায় যাবতজীবন জেলের সাজা পেয়েছেন আশা রাম বাপু। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে অন্তবর্তী জামিনে থাকাকালিন নিজের অনুগামীদের সাথে কোন ভাবে দেখা করতে পারবেন না তিনি। আদালতে তার আইনজীবী দাবি করেন যে গুরুত্বর অসুস্থ আশা রাম। সেই আবেদনে সাড়া দিয়ে অন্তবর্তী জামিন দেয় শীর্ষ আদালেত। এর আগেও একাধিক বার হাসপাতালে ভর্তি করতে হয়েছে এই আসামীকে। 

২০১৮ সালে যোদপুর আদালত নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করে আশা রাম এবং তার দুই সঙ্গীকে। আশা রামকে যাবতজীবন জেলের সাজা দেওয়া হলেও তার সঙ্গীদের দেওয়া হব ২০ বছরের জেলের সাজা। সুরাটের এক মহিলাকে ২০১৩ সালে ধর্ষণের ঘটনায় তাকে আবার জাবরজীবনের সাজা দেয় গুজরাটের আদালত। সুপ্রিম কোর্টে আশা রাম বাপু আবেদন জানান তার সাজা কমানোর জন্য। সুপ্রিম কোর্ট সেই মামলা পাঠায় গুজরাট হাইকোর্টে। সেখানে খারিজ  

Comments :0

Login to leave a comment