Gaza

গাজায় সেনার হামলায় নিহত ৪০, জেরুজালেমে বন্দুকবাজের গুলিতে নিহত ৬

আন্তর্জাতিক

গাজার বাণিজ্যকেন্দ্রে পরপর হামলা ইজরায়েলের।

গাজা সিটির পরপর বাণিজ্যিক ভবনে বিমানহানা চালাচ্ছে ইজরায়েল। সেই সঙ্গে হামলা চলছে বসতি এলাকায়। সোমবার গাজায় অন্তত ৪০ জনের প্রাণহানি হয়েছে। 
গাজায় ঘরবাড়ি ভেঙে প্যালেস্তিনীয়দের ‘নিরাপদ’ এলাকায় সরে যাওয়ার হুকুম দিয়েছে ইজরায়েলের সেনা। কিন্তু, সেই ‘নিরাপদ’ এলাকা খুঁজে পেতে নাকাল মানুষ। গাজায় বস্তুত কোনও প্রান্তই নিরাপদ বা সুরক্ষিত নয়। 
এদিন গাজায় নিহতদের ৪০ জনের মধ্যে রয়েছেন সাংবাদিক ওসামা বালৌসা। গাজায় অন্তত ২০ সাংবাদিক নিহত হয়েছেন ইজরায়েলের আক্রমণে। 
সোমবারই ইজরায়েলের পূর্ব জেরুজালেমে গুলিচালনায় নিহত হয়েছেন ৬ নাগরিক। আহত হয়েছেন ২১। জেরুজালেমের বাস স্ট্যান্ডে আচমকা গুলি চালায় একদল বন্দুকবাজ। গুলিতে নিহতদের তালিকায় রয়েছে ইজরায়েলের এক সেনাও। গুলি ছূটতে থাকায় প্রাণভয়ে নাগরিকদের দৌড়াতে দেখা গিয়েছে। সন্দেহভাজনদের গ্রেপ্তার করছে ইজরায়েলের পুলিশ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন