জম্মু ও কাশ্মীরে দর্শনার্থীদের বাসে হামলার তীব্র নিন্দা করল সিপিআই(এম) পলিট ব্যুরো। নিন্দা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। রবিবার কাটরার পথে রেয়াসিতে এই হামলায় নিহত হয়েছেন ৮ যাত্রী। আহত আরও ৩৩।
সিপিআই(এম) পলিট ব্যুরো বলেছে, এই নির্বোধের মতো হামলায় কেবল ক্ষোভ বাড়ে, আক্রান্তদের পরিবারগুলি বিপন্ন হয়ে পড়ে। প্রশাসনকে সব আক্রান্তের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আহতদের বিনা পয়সায় চিকিৎসা নিশ্চিত করতে হবে। জম্মু ও কাশ্মীরে বারবার এমন হচ্ছে কেন তা খুঁজে দেখতে হবে প্রশাসনকে।
খাড়গে বলেছেন, এমন জঘন্য হামলাকে নিন্দা জানানোর কোনও ভাষা নেই। প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী যেদিন শপথ নিচ্ছেন, বিদেশি প্রতিনিধিরা দেশে রয়েছেন, সেদিনই এমন হামলা হলো। তিনি বলেছেন, তিন সপ্তাহ আগেই পহেলগামে পর্যটকদের ওপর গুলি ছোঁড়া হয়েছে। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়তে দেখা যাচ্ছে। এখানে শান্তি আনার যে দাবি বুক বাজিয়ে করা হয়, মোদী সরকার, যা করে চলছিল, তা যে কতটা ফাঁপা এমন ঘটনায় প্রমাণ হয়।
রবিবার বাসটির ওপর হামলা হয় শিব খোরি মন্দির থেকে বৈষ্ণোঁ দেবী যাওয়ার রাস্তায়। কাটরায়, যেখানে বেস ক্যাম্প হওয়ার কথা, তার কাছেই রেয়াসিতে হামলা হয়। স্থানীয়রা জানিয়েছেন, বাসটি পাহাড়ের রাস্তায় একটি বাঁকের কাছে গুলির মুখে পড়ে। বাসটির গতিবেগ তখন অত্যন্ত কম ছিল। পাহাড়ের ওপর ঘন গাছপালার আড়াল থেকে চলছিল গুলি। নির্বিচারে গুলি চলতে থাকায় বাসটি খাদে পড়ে যায়। নিহত হন ৯ যাত্রী।
সোমবার ঘটনার তদন্তে ৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ’র দলকে পাঠানো হয়েছে এলাকায়। পুলিশ বলেছে, সন্ত্রাসবাদীদের খোঁজে ড্রোন ওড়ানো হয়েছে। পুরো এলাকায় বড় সংখ্যায় সুরক্ষাবাহিনী মোতায়েন করা হয়েছে।
কোনও হামলার পর কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন এমনই কথা বলে থাকে। কিন্তু এমন বেপরোয়া হামলা বারবার চলছে কিভাবে, সে প্রশ্নের জবাব থাকে না।
সিপিআই(এম) নেতা এবং প্রাক্তন বিধায়ক মহম্মদ ইউসুফ তারিগামি বলেছেন, কেবল ব্যবস্থা নেওয়ার কথা বললে হবে না। দোষীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে।
ATTACK KASHMIR PILGRIMS
কাশ্মীরে দর্শনার্থীদের ওপর হামলার নিন্দা সর্বত্র
×
Comments :0