South Kolkata

সায়রা হালিমের সমর্থনে বাইপাসে বাইক মিছিল

কলকাতা

রবিবার দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সি পি আই (এম) প্রার্থী সায়রা শাহ হালিমের সমর্থনে বাইক মিছিল করলেন কলকাতা পৌরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের ডিওয়াইএফআই কর্মীরা।  বাইক মিছিল শুরু হয় বানতলা থেকে। গোটা ওয়ার্ড পরিক্রমা করে এই বাইক মিছিল। মিছিল শেষ হয় রুবি হাসপাতাল মোড়ে।

 মিছিলে উপস্থিত ছিলেন পার্টি জেলা কমিটির সদস্য  অপর্ণা ব্যানার্জি, এরিয়া কমিটির সম্পাদক আশুতোষ ব্যাপারী, সঞ্জয় মাইতি, আর্য ব্যানার্জি সহ অন্যান্য নেতৃত্ব। 

কলকাতা পৌরসভার এই ওয়ার্ডে বেআইনি নির্মাণ পুকুর ভরাট করার মতো অভিযোগ রয়েছে শাসক দলের বিরুদ্ধে। 

Comments :0

Login to leave a comment