সংবাদমাধ্যের কাছে সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিক জানিয়েছেন কোন প্রার্থী কোন ভোটারের আবরন সরিয়ে তার চেহারা সাথে ছবি মেলাতে পারেন না। যদি তার কোন সন্দেহ থাকে ওই ভোটারকে নিয়ে তবে তিনি তা সেখানে থাকা প্রসাইডিং অফিসারকে জানাতে পারবেন। তবে বিজেপি প্রার্থী দাবি প্রার্থী হিসাবে তার অধিকার আছে একজন ভোটারের ভোটার কার্ড যাচাই করার। বিজেপি প্রার্থীর এই কাজ নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে।
হায়দারবাদ কেন্দ্র থেকে লড়াই করছেন মিম প্রধান আসাউদ্দিন ওয়েসি। তিনি এক্সহ্যান্ডেলে বিজেপি প্রার্থীর এই কাজের ভিডিও পোস্ট করেছেন।
Comments :0