BJP fake news

সংসদের ভিতর হুজ্জতি ঘটনা নিয়ে ভুয়ো ফেসবুক পোস্ট বিজেপির

জাতীয়

সংসদের ভিতর হুজ্জতি ঘটনা নিয়ে যখন গোটা দেশে আলোচনা চলছে তখন ভুয়ো খবর ছড়াতে মাঠে নেমে পড়েছে বিজেপির আইটি সেল। বুধবারের ঘটনায় এখনও পর্যন্ত মোট ছয়জন গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে সাগর শর্মা এবং ডি মনোরঞ্জন সংদের ভিতর স্মোক কেনিস্তার নিয়ে হুজ্জতি করে। এর মধ্যে ডি মনোরঞ্জনের ছবির সাথে মাইসোর জেলার এসএফআইয়ের সভাপতি বিজয় কুমারের চেহারার মিল খুঁজে পেয়ে বিজেপির বিভিন্ন পেজ থেকে ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে যে বিজয় আসলে ডি মনোরঞ্জন যে সংসদের ভিতর বুধবারের ঘটনা ঘটিয়েছে।

ইতিমধ্যে এসএফআই কেন্দ্রীয় নেতৃত্ব এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের সর্বভারতীয় সাধারন সম্পাদক ময়ুখ বিশ্বাস বলেন, ‘‘বিজেপির আইটি সেলের কাজই ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া। মানুষের মধ্যে বিভেদ তৈরি করাই তাদের কাজ। যে গ্রেপ্তার হয়েছে তার সাথে বিজয় কুমারের চেহারা মিল খুঁজে পেয়ে তারা ভুয়ো খবর ছড়াচ্ছে।’’ তিনি জানিয়েছেন একাধিক ফেসবুক পেজ থেকে এই বিষয় পোস্ট করা হয়েছে। এসএফআই সর্বভারতীয় নেতৃত্বের কথায়, যেই সাংসদের পাস নিয়ে ভিতরে ঢুকে অভিযুক্তরা এই কান্ড ঘটালো তার বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে তদন্ত না করে গুজব ছড়াচ্ছে তারা। এই বিষয় সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছে এসএফআই।

Comments :0

Login to leave a comment