Iran Port Blast

ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে আহত ৫০০-র বেশি

আন্তর্জাতিক

ইরানের শহীদ রাজাই বন্দরে বিস্ফোরণের পর।

ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে আহত অন্তত ৫০০। আপাতত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। 
দক্ষিণ হরমুজগান প্রদেশে এই বিস্ফোরণের খবর প্রচারিত হয়েছে দেশের সরকারি টেলিভিশনে। জানানো হয়েছে যে বহু মানুষকে আশে পাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
রাজধানী তেহরান থেকে শহীদ রাজাই বন্দরের দূরত্ব প্রায় ১ হাজার কিলোমিটার। সরকারি সংবাদসংস্থা ‘ইরনা’ জানাচ্ছে দেশের সবচেয়ে আধুনিক কন্টেনার বন্দর এটিই। হরমুজ প্রণালির উত্তরে এই বন্দর। এই হরমুজ প্রণালি দিয়েই বিশ্বের পাঁচভাগের একভাগ অপরিশোধিত পেট্রোলিয়াম যায় বিভিন্ন দেশে। 
বিস্ফোরণের পর কয়েক কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে ঘরবাড়ির কাচ ভেঙে পড়ে। বহু দূর তেকে দেখা গিয়েছে ঘন কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠছে। 
প্রশাসন জানিয়েছে আগুন নেভানোর চেষ্টা চলছে পুরোদমে। সরকারি সংবাদমাধ্যমের বক্তব্য, বন্দরে দাহ্য পদার্থ নামানো ওঠানোর সময় অসতর্কতার কারণে এই বিপদ হয়ে থাকতে পারে। উপরাষ্ট্রপতি মহম্মদ রেজা আরিফ জানিয়েছেন তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment