ক্যানিংয়ে এক গৃহবধূর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার। এই খুনের ঘটনায় প্রেমিক শুকদেব সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগণার ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রামের একটি খালের ধারে ওই গৃহবধূর মৃতদেহ বস্তাবন্দী অবস্থায় পড়েছিল। প্রথমে তাঁর পরিচয় জানা না গেলেও এদিন বিকালে পুলিশ তাঁর পরিচয় জানতে পারে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পাশের গ্রামের বাসিন্দা শুকদেব সর্দার নামে এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল ওই মহিলার। সম্প্রতি ওই সম্পর্ক থেকে তিনি বেড়িয়ে আসেন। কিন্তু তাঁর প্রেমিক মেনে নিতে চায়নি। এই রাগে তাঁর প্রেমিক তাঁকে খুন করেছে। বৃহস্পতিবার বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। গৃহবধূর পরিবারের পক্ষ থেকে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করেছে ধৃত যুবক। সে জানায় বৃহস্পতিবার রাতেই ওই গৃহবধূকে খুন করে দেহটি একটি বস্তায় ভরে পুকুরে ফেলে দেয়।
Canning Housewife Murder
ক্যানিংয়ে গৃহবধূর বস্তাবন্দী দেহ উদ্ধার

×
Comments :0