Ram Navami

রামনবমী নিয়ে ধর্মীয় উন্মাদনার চেষ্টা বিজেপি তৃণমূলের, মিছিল অস্ত্র নিয়ে

রাজ্য জেলা

কামারহাটিতে রামনবমী উপলক্ষে মিছিলে অস্ত্র।

হাইকোর্টের নির্দেশ অমান্য করে উলুবেড়িয়ায় বিশ্ব হিন্দু পরিষদের ডাকা রাম নবমীর মিছিলে অস্ত্র দেখা গেলো। নিষেধাজ্ঞা সত্ত্বেও রামনবমীতে অস্ত্র মিছিল মালদা, বর্ধমান সহ রাজ্যের প্রায় সব জেলাতেই মিছিলে হাঁটলেন বিজেপি তৃণমূলের নেতা কর্মীরা। রবিবার রামনবমী উপলক্ষে বিজেপি ও তৃণমূল দুই দলই অস্ত্র নিয়ে বর্ধমান শহরে দাপাদাপি করেছে। রবিবার গোটা জেলাতেই অস্ত্র নিয়ে ধর্মীয় উন্মাদনা তৈরি চেষ্টা করেছে আরএসএস। এদিন শোভাযাত্রার নামে কিশোরদের হাতেও অস্ত্র তুলে দেওয়া হয়। পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে প্যান্ডেল বেঁধে রামলালার মূর্তি বসিয়ে পুজোপাট শুরু হয়। এদিন রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র হাতে বর্ধমানের কার্জন গেট চত্বরে দাপাদাপি করতে দেখা গেছে বিজেপি নেতাদের। 

অস্ত্র নিয়ে রামমনবমীতে বিজেপি কর্মী।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি নেতাদের কাছ থেকে অস্ত্র কাড়তে গেলে ধস্তাধস্তি হয় পুলিশের। শেষ পর্যন্ত পুলিশ বিজেপি নেতা পিন্টু শ্যামের কাছ থেকে তরোয়াল কেড়ে নেয়। পিন্টু শ্যাম রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়ে কার্জনগেট চত্বরে তরোয়াল নিয়ে রীতিমত জনসম্মুখে উঁচিয়ে ঘোরাঘুরি করছিলেন।

রাম নবমীর মিছিলে অস্ত্র।
অন্যদিকে রামনবমী পালনে শাসক দলও কম যায় কিসে? তৃণমূল জেলা যুব সভাপতির রামনবমীর শোভাযাত্রায় অস্ত্রের ঝনঝনানি ছিল। বর্ধমান তেলিপুকুর এলাকায় রামনবমীর শোভাযাত্রা বের হয়। শাসকদলের উদ্যোগে এই শোভাযাত্রায় অনেকের হাতে দেখা যায় তলোয়ার সহ একাধিক অস্ত্র। উদ্যোক্তা পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার। শোভাযাত্রা বর্ধমান শহরের তেলিপুকুর এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে। অপরদিকে, বর্ধমানের বাদামতলা রামনবমী কমিটির পক্ষ থেকে এদিন রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বাদামতলা মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে কালনা গেটের রাস্তায় যায়। এদিন শক্তিগড়ের বড়শুলে রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন শাসকদলের বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথকুমার মালিক। বড়শুলের অন্নদাপল্লি থেকে শোভাযাত্রা শুরু হয়। শেষ হয় বড়শুলের শনি মন্দিরতলায়। তৃণমূল ও বিজেপি দুই দলের শোভাযাত্রাতেই ছিল অস্ত্রের ঝনঝনানি। এদিন হাইকোর্টের নির্দেশ অমান্য করে উলুবেড়িয়ায় বিশ্ব হিন্দু পরিষদের ডাকা রাম নবমীর মিছিলে অস্ত্র দেখা গেলো। রবিবার কামারহাটি পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে রামনবমী উপলক্ষে মিছিলে অস্ত্র দেখা গেছে। সারা দেশ জুড়ে বিজেপি ধর্মীয় বিভাজনের রাজনীতি এই রাজ্যে প্রবেশ করেছিল তৃণমূল কংগ্রেসের হাত ধরেই। পশ্চিমবাংলার বুকে তৃণমূল বিজেপি এই দুই এদিন রামনবমীর মিছিল করল তৃণমূল বিজেপি। এদিন বোলপুরে রামনবমীর মিছিলে হেঁটেছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন বীরভূমের সাঁইথিয়ায় রামনবমীর মিছিল হয় অস্ত্র হাতে। পুলিশকে বাধা দেয়নি সেখানে। রামপুরহাটে বজরং দলের মিছিলে অস্ত্র দেখা গেছে মহিলাদের হাতেও।

মিছিলে অনুব্রত মণ্ডল।

Comments :0

Login to leave a comment