ইভিএম মেশিন বিকল হওয়ায় ভোট দিতে গিয়ে সকালে ফিরে এলেন সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট। শনিবার দিল্লির সাতটি লোকসভা আসনে চলছে ভোটগ্রহণ। সকাল ৯টা নাগাদ ভোট কেন্দ্রে চোট দিতে যান বৃন্দা কারাট। সেই সময় তাকে প্রিসাইডিং অফিসার জানান যে মেশিনের ব্যাটারি ডাউন হয়ে গিয়েছে।
কমিশনের এই গাফিলতি নিয়ে বুথেই ক্ষোভ প্রকাশ করেন বৃন্দা কারাট। বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘ভোট দিতে এসে শুনছি মেশিনের ব্যাটারি বসে গিয়েছে। প্রায় ৩০ মিনিট মেশিনের ব্যাটারি ডাউন হয়ে রয়েছে। সকাল সকাল কি ভাবে মেশিন খারাপ হয়ে যেতে পারে? সকাল ৯:১৫র সময় কি ভাবে মেশিন খারাপ হতে পারে। লিখিত অভিযোগ করেছি কমিশনে। মানুষ সকাল থেকে দাবদাহ উপেক্ষা করে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। দিল্লির বুকে দাঁড়িয়ে কি ভাবে এই গাফিলতি হয়?’’
তিনি জানিয়েছেন, বেলার দিকে তিনি ফের আসবেন ভোট দেওয়ার জন্য।
Comments :0