ওষুধ কিনতে বেরিয়েছিলেন দু’জনে। আর বাড়ি ফেরা হলো না সতের বছরের রেহান আর চব্বিশ বছরের শাহজাদের। তাঁদের বাইকে ধাক্কা মেরেছে বেপরোয়া গতিতে আসা গাড়ি। বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের ছেলের কনভয়ে থাকা ওই এসইউভি’র ধাক্কায় আহত ষাট বছরের মহিলা সীতা দেবীও।
উত্তর প্রদেশের গোন্ডায় এই ঘটনায় সরব সারা দেশ। দিনকয়েক আগেই মহারাষ্ট্রের পুনেতে এমনই বিলাসবহুল গাড়ির ধাক্কায় নিহত হয়েছিলেন দুই বাইক আরোহী। আর প্রভাবশালীকে ছাড় দেওয়ার ব্যবস্থা হয়েছিল।
তার ওপর ব্রিজভূষণ শরণ সিং কুখ্যাত মহিলা কুস্তিগিরদের যৌন নিপীড়নের মামলায়। পদকজয়ী কুস্তিগির এবং নাগরিক সমাজের আন্দোলনে ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে সম্প্রতি। বিজেপি এবার তাঁকে প্রার্থী না করলেও ছেলে করণভূষণ সিং-কে প্রার্থী করেছে উত্তর প্রদেশের কয়সরগঞ্জ কেন্দ্র থেকে। করণভূষণের কনভয়েই ছিল ওই বেপরোয়া গাড়ি। কনভয়ে ছিলেন ব্রিজভূষণের আরেক ছেলে, গোন্ডার বিধায়ক প্রতীক ভূষণও ছিলেন কনভয়ে।
বহু নাগরিকই সমাজমাধ্যমে প্রশ্ন তুলছেন, বিলাসবহুল গাড়ির বেপরোয়া চালনায় আর কত প্রাণ যাবে দেশে? কেন এদের বিরুদ্ধে কখনও কড়া ব্যবস্থা নেওয়া হবে না? কেন বারবার ছাড় পেয়ে যাবে এরা?
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেহানদের বাইকে ধাক্কা দিয়েছে যে গাড়িটি তার উইন্ডস্ক্রিনে লেখা ছিল ‘পুলিশ এসকর্ট’। গাড়িটি নন্দিনীনগর এডুকেশনাল ইনস্টিটিউটের নামে নথিভুক্ত, এই শিক্ষাপ্রতিষ্ঠান চালায় ব্রিজভূষণ শরণ সিংয়ের পরিবার।
ঘটনার পরই স্থানীয় বহু মানুষ এলাকায় ছুটে আসেন। তীব্র বিক্ষোভে আটকে যায় রাস্তা। পুলিশ গাড়িটি হেপাজতে নিয়েছে। আটক করেছে চালক লবকুশ শ্রীবাস্তবকে।
স্থানীয়রা জানিয়েছেন, উলটো দিক থেকে প্রচণ্ড গতিতে এসে বাইকে ধাক্কা দেয় গাড়িটি। আহত অবস্থায় রেহান এবং তাঁর আত্মীয় শেহজাদকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
BRIJBHUSHAN'S SUV KILLED 2
ব্রিজভূষণের ছেলের কনভয়ে থাকা গাড়ি পিষে দিল দুই তরুণকে
×
Comments :0