Coal Smuggling Case

এবার অনুপ মাঝির ঘনিষ্ঠের খোঁজে সিউড়িতে সিবিআই হানা

রাজ্য

কয়লা মাফিয়া অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্টের খোঁজে সিউড়িতে হানা সিবিআইয়ের। বৃহস্পতিবার বিকেলে আচমকা সিউড়ির কালিপুরে এক বাড়িতে হানা দেয় সিবিআই। যদিও অনুপ লালার ঘনিষ্টের হদিশ পায় নি তদন্তকারীরা। তবে তার মাকে নোটিশ ধরিয়ে শুক্রবারই আসানসোলে সিবিআইয়ের অস্থায়ী অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 
তদন্তকারীদের সূত্রে জানা গেছে, পুরুলিয়ার নিতুরিয়া থানার সরবারি গ্রামের সৈকত দের খোঁজের এদিন সিউড়িতে হানা দিয়েছিলে কেন্দ্রীয় তদন্তকারী দল। এই সৈকত দে কয়লা মাফিয়া অনুপ লালার ঘনিষ্ট বন্ধু এবং অনুপ লালার অবৈধ কারবারের সাথে তার বন্ধুর যোগ রয়েছে বলে সিবিআইয়ের কাছে তথ্যপ্রমান রয়েছে। সেই সূত্র ধরেই কেস নং আরসি ০১০২০২০এ০০২২-তে সৈকর দেকে অভিযুক্ত করা হয়েছে বলে দাবি সিবিআইয়ের নোটিশে। পুরুলিয়া সরবারি গ্রামে সৈকত দের বাড়িতে হানা দিলে তা তালাবন্ধ পায় তদন্তকারীরা। খোঁজখবর করে জানা যায়, জমিজায়গা কেনাবেচা করা সৈকত দের পরিবার তারই এক আত্বীয়ের বাড়িতে রয়েছে সিউড়িতে। সেই সূত্র ধরেই সিউড়িতে থাকা সেই আত্বীয়ের বাড়িতে হাজির হয় সিবিআই। সেখানে সৈকত দেকে না পেলেও তার মায়ের সাথে দেখা হয় তদন্তকারীদের। মাকে নোটিশ ধরায় সিবিআই গোয়েন্দারা। সৈকত দের মা সুনন্দা দে জানান, ‘‘সিবিআই পুরুলিয়ায় আমাদের বাড়িতে গিয়েছিল। কিন্তু বাড়িতে কেউ নেই। তালাবন্ধ। তাই এখানে এসে ছেলের খোঁজ করছিল। ছেলে কোথায় জানি না। শুক্রবার ছেলেকে দেখা করতে বলেছে আসানসোলের।’’ অনুপ লালার কয়লা কারবারের আরও তথ্য মিলতে পারে সৈকত দের কাছ থেকে বলে সে নিশানায় রয়েছে সিবিআইয়ের। বাড়ি থেকেও উদ্ধার হতে পারে অনেক কিছু বলে হানা সেখানেও হানা দিয়েছিল তদন্তকারীরা।

Comments :0

Login to leave a comment