Mid Day Meal

মিড ডে মিলে বিছে, বিক্ষোভ অভিভাবকদের

জেলা

টিকটিকি, আরশোলার পর এবার আস্ত মৃত বিছে পাওয়া গেল মিড ডে মিলে। শুক্রবার ঘটনাটি ঘটেছে গঙ্গাজলঘাটি থানার লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠ স্কুলে। এই ঘটনায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাঁরা স্কুল ও পঞ্চায়েতের গিয়ে বিক্ষোভ দেখান। 
ঘটনা হল অন্যান্য দিনের মতো এদিনও মিড ডে মিলের রান্না হয় এই স্কুলে। রান্না করা খাবার ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশন করার সময় এক ছাত্র দেখে ভাতের থালায় একটা মৃত বিছে। ছাত্রটি বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানালে তাঁরা বিষয়টি চেপে যেতে বলেন বলে অভিযোগ। কিন্তু স্কুল ছুটির পরই অভিভাবকরা বিষয়টি জানতে পারেন। এর পরই মানুষের ক্ষোভ আছড়ে পড়ে। কারন ওই ভাত শতাধিক ছাত্রছাত্রী খেয়েছে। অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখিয়ে জানান, এটি স্কুল কর্তৃপক্ষের চরম গাফিলতি। এর উপর বিষয়টি জানা গেলেও তখন ছাত্রদের ধমকে চাপা দিতে বলা হয়েছে বলে জানান এক অভিভাবক উত্তম মাজি। অভিভাবকরা জানান, স্কুলে রান্নার পরিবেশ অত্যন্ত জঘন্য, তাঁরা বারবার স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে কিন্তু কোন সুরাহা হয়নি। আজ বিছে সেদ্ধ ভাত খেতে হল ছাত্রছাত্রীকে। পরে তাঁরা স্থানীয় লছমনপুর গ্রাম পঞ্চায়েতে গিয়ে প্রধান কালিপদ মাজির কাছেও অভিযোগ জানান। প্রধান অভিভাবকদের জানান, পুরো বিষয়টি স্কুল কর্তৃপক্ষের এক্তিয়ারের মধ্যে পড়ে। মানুষের বক্তব্য স্কুল ও পঞ্চায়েত এইভাবে তাঁদের দায় এড়িয়ে গেলেন। তাঁরা জানান, যদি ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ত তাহলে তার দায় কে নিতেন। মানুষের মনে এখনও ব্যাপক অসন্তোষ রয়েছে। আতঙ্কিত ছাত্রছাত্রীরাও। আমরা পরের দিন খাবার খাব কিনা তা ভাবব বলে জানায় স্কুল পড়ুয়া শিউলি বিশ্বাস সহ এলাধিক ছাত্রছাত্রী।

Comments :0

Login to leave a comment