Parliamnet security

সংসদের নিরাপত্তার দায়িত্বে এবার থেকে সিআইএসএফ

জাতীয়

সংসদের নিরাপত্তার দায়িত্ব থেকে সড়ানো হলো দিল্লি পুলিশকে। এবার থেকে সংসদের নিরাপত্তার দায়িত্বে থাকবে সিআইএসএফ। বৃহস্পতিবার এমনই জানানো হয়েছে সংসদের সচিবালয়ের পক্ষ থেকে। 

গত ১৩ ডিসেম্বর সংসদের ভিতব স্মোক অ্যাটাকের ঘটনার পর সংসদের আভ্যন্তরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। যেই নিরাপত্তা বেষ্টনি নিয়ে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার ভাষন দিয়েছিল সেই বেষ্টনি ভেঙে কি ভাবে সেদিনের ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠেছিল। উল্লেখ্য ওই দিন ছিল ২০০১ সালের সংসদ হামলার বর্ষপূর্তি। 

সূত্রের খবর আভ্যন্তরিন নিরাপত্তার ক্ষেত্রে সংসদের সচিবালয় যেমন দায়িত্বে ছিল তেমনই থাকবে। শুধু বাইরের নিরাপত্তা থেকে সড়ানো হচ্ছে দিল্লি পুলিশকে। লোকসভার ওই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি সাংসদের পাসের বিষয়টি সামনে এলেও এখনও পর্যন্ত তা নিয়ে অধ্যক্ষ বা বিজেপির পক্ষ থেকে কোন কথা শোনা যায়নি। কেনেস্টার ঘটনাকে কেন্দ্র করে লোকসভা এবল রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি বিরোধীরা করলে ১৪২ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে দুই কক্ষ মিলিয়ে। অধ্যক্ষের কথা মতো বিষয়টি সচিবালয়ের অধিনে হলেও সেখান থেকেও কোন বিবৃতি পাওয়া যায়নি। 

Comments :0

Login to leave a comment