জম্মু ও কাশ্মীরে সেনা বা সুরক্ষাবাহিনীর অপারেশনের সরাসরি সম্প্রচার না করার পরামর্শ জারি করল কেন্দ্র।
কেন্দ্রীয় ও তথ্য ও সম্প্রচার মন্ত্রক লিখিত পরামর্শ জারি করে সোশাল মিডিয়াতেও সেনা অপারেশনের সরাসরি ছবি বা ভিডিও না পোস্ট করতে বলেছে।
কেবল সূত্রের উল্লেখ করে, সংশ্লিষ্ট স্তরে তথ্য যাচাই না করে এই ধরনের সংবাদ পরিবেশন না করতে বলা হয়েছে।
কারগিল যুদ্ধ, মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলা এবং কান্দহার বিমান ছিনতাইয়ের উল্লেখ করে বলা হয়েছে, এই ধরনের সংবাদ পরিবেশনে বিপদের দিক তখনও ধরা পড়েছিল। স্পর্শকাতর তথ্য পরিবেশনে সতর্কতার জন্যও বলা হয়েছে পরামর্শ পত্রে।
Pahalgam Advisory
সেনা অপারেশন সরাসরি সম্প্রচার না করার পরামর্শ কেন্দ্রের

×
Comments :0