Child Labour

বাবা মার সঙ্গে পরিযায়ী শ্রমিক হয়ে উঠেছে শিশুরাও

জেলা

কালনার একটি ইটভাটায় দুই শিশুর কাঁচা ইট উল্টানোর ছবিটি তুলেছেন আলেক শেখ।

যাদের এখন স্কুলে পড়াশোনা করার কথা, সেই শিশুরাও এখন অধিকাংশ ইটভাটাগুলিতে  বাবা মার সঙ্গে পরিযায়ী শ্রমিক হয়ে উঠেছে। সেই ছবি ধরা পড়লো শুক্রবার কালনার একটি ইটভাটাতে। উল্লেখ্য শীত পড়তেই ইটভাটার সাথে জড়িত ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা কালনার ইটভাটা গুলিতে আসতে শুরু করেন। ইটের মরশুমে বিহার ও ঝাড়খন্ড থেকে কয়েক হাজার পরিযায়ী শ্রমিক এখানে আসেন। আবার বর্ষার সময় তারা নিজের নিজের রাজ্যে ফিরে যান। কালনা শহরের দুই পাশে ভাগীরথীর নদীর পাড় বরাবর রয়েছে ২৪ টি ইটভাটা। এই ভাটাতে ঠিকাদারের মারফত কয়েক হাজার পরিযায়ী শ্রমিক এসে এখানে ইট নির্মাণের কাজ করেন। বাংলায় চরম কাজের অভাব থাকায় বাংলার বহু মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে ভিন্ন রাজ্যে কাজ করতে যান। কিন্তু এই বাংলায় ইট শিল্পে বহু কর্মসংস্থান থাকা সত্ত্বেও বাংলার কোন শ্রমিক এই কাজে পারদর্শী হয়ে উঠতে পারেননি। তাই বিহার ঝারখান্ড প্রভৃতি রাজ্যের পরিযায়ী শ্রমিকরা এখানে এসে ইট শিল্পে কাজ করেন বহু পূর্ব থেকেই। আজও তা অব্যাহত রয়েছে। ভিন রাজ্যের শ্রমিকরা সপরিবারে এখানে আসেন। তাদের ছেলেমেয়েরাও সাথে থাকে। বিগত বামফ্রন্ট সরকার ইট শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের ছেলে-মেয়েদের পড়াশোনার কথা ভেবেছিল। কিন্তু এখন আর তা নেই। ফলে এই শ্রমিকদের ছেলেমেয়েরা শিক্ষার বাইরেই পড়ে রয়েছে। তারা এখন কেউ কেউ বাবা-মার সঙ্গে ইট নির্মাণের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। শুক্রবার কালনার একটি ইট ভাটাতে দুই শিশুকে কাঁচা ইট উল্টাতে দেখা গেল।

Comments :0

Login to leave a comment