TEA PRODUCTION JUNE

জুনে চায়ের উৎপাদন কমেছে রাজ্যে, দেশেও

জাতীয় রাজ্য

চায়ের উৎপাদন জুনে প্রায় ৬০ লক্ষ কেজি কমেছে কেবল পশ্চিমবঙ্গেই। টি বোর্ডের তথ্য জানিয়েছে, কেবল এরাজ্যই নয়, দেশেই মোট উৎপাদন কমেছে চায়ের। 
টি বোর্ড জানাচ্ছে, দেশে চায়ের উৎপাদন গত বছরের জুনের তুলনায় ১৪.৫১ কোটি কেজি থেকে কমে ১৪.২৩ কোটি কেজি হয়েছে। পশ্চিমবঙ্গে ৬০ লক্ষ কেজি উৎপাদন কমলেও অন্য জায়গায় উৎপাদন খানিক বেড়েছে। দেশের মোট উৎপাদন তা সত্ত্বেও ৩০ লক্ষ কেজির বেশি কমেছে। 
টি বোর্ডের হিসেবে আলাদা করে ধরা হয়েছে সংগঠিত চা উৎপাদন ক্ষেত্রকে। যারা বড় মাপের বাগানের ভরসায় উৎপাদন চালায়। এই ক্ষেত্রের মোট উৎপাদন ৬৬.৬৫ মিলিয়ন কেজি বা ৬ কোটি ৬লক্ষ কেজির কিছু বেশি। কিন্তু অসংগঠিত ক্ষেত্রের ছোট চা বাগানে উৎপাদন বেশি হয়েছে, ৭৫.৭৪ মিলিয়ন কেজি বা ৭ কোটি ৫০ লক্ষ কেজির কিছু বেশি। 
সিটিসি চায়ের উৎপাদন জুনে ১২৬.২৯ মিলিয়ন বা ১২ কোটি ৬০ লক্ষ টনের কিছু বেশি হয়েছে। চিরাচরিত চা পাতার উৎপাদন ১ কোটি ৪১ লক্ষ কেজি এবং গ্রিন টি ১৯ লক্ষ কেজির কিছু বেশি।

Comments :0

Login to leave a comment