মাত্র তিন লিটার জল। তাতেই সারতে হবে সব। সেটুকুও জুটছে না গাজার সব শিশুর। শেষ দু’দিনে হামলায় গাজায় প্রাণ গেছে অন্তত ১৩০ জনের।
গাজায় লাগাতার হামলা চলছিলই। শনিবার ফের লেবাননের দক্ষিণে হামলা শুরু করল ইজরায়েল। আমেরিকার মদতে ইজরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে মিছিলও। শনিবার পাকিস্তানে হয়েছে মিছিল। করাচিতে মার্কিন দূতাবাসের সামনে গাজা আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিনের মোট জলের প্রয়োজন অন্তত ১৫ লিটার। গাজায় খাদ্য সংকট রয়েইছে তার সাথেই, তীব্র জলসঙ্কট। মাত্র ৩ থেকে ৪ লিটার জল পাওয়া যাচ্ছে জন পিছু। মানবাধিকারের সমস্ত বিধিনিষেধ অতিক্রম করে গেছে ইজরায়েল।
শনিবার ফের দক্ষিণ লেবাননে আক্রমণ করলো ইজরায়েল। শনিবার লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম সতর্কবার্তা জারি করেছে। ফের ইজরায়েল বিমান ফের দক্ষিণ লেবাননে আক্রমণ করলো ইজরায়েল। শনিবার লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম সতর্কবার্তা জারি করেছে। ফের ইজরায়েল বিমান হানা চালাচ্ছে। যার ফলে এরমধ্যেই ২ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থার খবর অনুসারে, ইজরায়েলের বিমান হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং আটজন আহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। ইজরায়েলের সেনা রেডিও জানিয়েছে যে দক্ষিণ লেবাননে সামরিক আগ্রাসন চলবে। আগামী কয়েক ঘন্টায় আরও হামলা চলবে।
লাগাতার আক্রমণ চলছে গাজা ভূখণ্ডেও। একটা গোটা জনপদ অস্তিত্বের সংকটে। একের পর এক অসামরিক ক্ষেত্র গুলিতে আক্রমণ। ধ্বংস করা হচ্ছে হাসপাতাল, ট্রেন শিবির।
সংবাদ সংস্থা আল জাজিরার একের পর ভিডিও ছবি দেখে ক্ষোভে ফুঁসছে গোটা বিশ্ব। ক্রোধ ও জমছে সাম্রাজ্যবাদী ইজরায়েল ও তাদের দোসর আমেরিকার বিরুদ্ধে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে গাজার এক বাসিন্দা হারিয়েছেন তাঁর এক বছরের সন্তান ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে। সেই পিতা কাঁদতে কাঁদতে শেষ বারের মতো আলিঙ্গন করে নিচ্ছেন তাঁর সন্তানকে।
ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গাজার বাসিন্দাদের হুমকি দেন যে যদি তাঁরা হামাসের থেকে দূরে না সরে তা’হলে আরও কঠিন শাস্তি দেওয়া হবে।
ইজরায়েলের মনোভাব থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সম্পূর্ণ ভাবে দখল করতেই চাইছে গাজা ভূখন্ড।
GAZA
জলও নেই গাজার শিশুদের, রয়েছে বারুদ, হামলা ফের লেবাননেও

×
Comments :0