Accident Death

পথ দুর্ঘটনায় দাদু ও নাতনির মৃত্যু

জেলা

শনিবার রং খেলার দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দাদু ও নাতনির। জলপাইগুড়ি মোহিতনগর এলাকার হলদিবাড়ি শিলিগুড়ি রোডের চৌরঙ্গি মোড়ের কাছে কৃষ্ণ মোড়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে দাদু এবং নাতনিকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় হলদিবাড়ি শিলিগুড়ি রোড মোহিতনগরের কাছে ঝা বাড়ির মোড়ে পথ অবরোধ করেন স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অবরোধকারীদের সাথে আলোচনা করে অবরোধ তোলার চেষ্টা করে। 
জানা গেছে, জলপাইগুড়ি রাণীনগরের কাছে পাঙ্গা বটতলা এলাকা থেকে চৌরঙ্গী মোড় এলাকায় দাদু বাড়িতে নাতনিকে নিয়ে রং খেলবে বলে টোটো চালিয়ে আসার পথে মুখোমুখি গাড়ির ধাক্কায় টোটো দুমড়ে মুচড়ে যায়। দুজনেই গুরুতর আহত হয়। দাদুর নাম নাম সুকু পাল (৫৫)। শিশুটির নাম রাধিকা রায় (৩)। দুজনকেই গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।  দুজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। অভিযোগ, চারচাকা একটি পণ্যবাহী গাড়ির সাথে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়।

Comments :0

Login to leave a comment