Kalyan Banarjee

কল্যাণকে বহিষ্কারের দাবি আইনজীবী বিনীত জিন্দলের

জাতীয় রাজ্য

লোকসভা থেকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়কে বহিষ্কার করার দাবি তুললেন আইনজীবী বিনীত জিন্দল। ইতিমধ্যে কল্যাণ সহ একাধিক বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে লোকসভা থেকে। জিন্দলের দাবি কল্যাণ ধনখড়কে নকল করে যেই কাজ করেছেন তা অন্যায়। ইতিমধ্যে তৃণমূল সাংসদের বিরুদ্ধে এথিক্স কমিটির কাছে অভিযোগ জমা পড়েছে বলে জানা যাচ্ছে।

মঙ্গলবার সংসদ ভবনের সিঁড়িতে বিরোধীদের নকল অধিবেশন চলাকালিন রাজ্যসভার চেয়ারম্যান উপ-রাষ্ট্রপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদ্বীপ ধনখড়কে নকল করতে দেখা যায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদকে। দীর্ঘক্ষন ধরে তিনি সেই কাজ করতে থাকেন। তার সেই ভিডিও সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসার পর থেকে বিতর্ক শুরু হয়। রাজ্যসভার অধিবেশনে ধনখড় নিজে এই নিয়ে উষ্মা প্রকাশ করেন। বুধবার ধনখড়ের সাথে ফোনে এই বিষয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কথাও বলেন বলে জানা গিয়েছে। 

এদিন প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর সাংবাদিকদের পক্ষ থেকে কল্যাণের বিষয় নিয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, কল্যাণ যা করেছে তা হালকা চালে করেছে।    

Comments :0

Login to leave a comment