ARTICLE 370

রায়ে অসম্মতি, জম্মু ও কাশ্মীরে দ্রুত নির্বাচনের দাবি কংগ্রেসের

জাতীয়

CONGRESS ARTICLE 370 BJP SUPREME COURT INDIAN POLITICS BENGALI NEWS

সংবিধানের ৩৭০ ধারা বাতিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সহমত নয় কংগ্রেস। সোমবার সাংবাদিক বৈঠক করে এই অবস্থান জানান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের অন্যতম শীর্ষনেতা নেতা পি চিদাম্বরম। একইসঙ্গে দ্রুততার সঙ্গে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দাবিও জানিয়েছে কংগ্রেস। দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে এই সাংবাদিক বৈঠকে চিদম্বরম ছাড়াও অভিষেক মনু সিংভি এবং পবন খেরা। 

এদিন সাংবাদিক বৈঠকে চিদম্বরম বলেন, ‘‘সুপ্রিম কোর্টকে সম্মান জানিয়ে বলছি, আমরা এই রায়ের সঙ্গে সহমত নই। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের অবস্থান স্থির হয়েছিল। কংগ্রেসের বক্তব্য ছিল, যতদিন না সংবিধান সম্মত প্রক্রিয়ায় ৩৭০ ধারা সংশোধন করা সম্ভব হচ্ছে না ততদিন ৩৭০ ধারা বাতিল করা উচিত নয়। আমরা এখনও সেই অবস্থান বজায় রাখছি। সুপ্রিম কোর্ট জম্মু-কাশ্মীর রাজ্য ভেঙে দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল তৈরির বিষয়টি নিয়েও কোনও রায় দেয়নি। এই বিষয়টি আমাদের হতাশ করেছে।’’

তিনি এদিন বলেছেন, ‘‘সুপ্রিম কোর্ট কাশ্মীরে বিধানসভা নির্বাচনের নির্দেশ দিয়েছে। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমরা বলছি, অবিলম্বে নির্বাচন করাতে হবে।’’

চিদাম্বরম আরও বলেছেন, ‘‘কংগ্রেস প্রথম থেকেই জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে এসেছে। সুপ্রিম কোর্টও আজকে বলেছে, জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের দাবি, অবিলম্বে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। একইসঙ্গে কেন্দ্রশাসিত লাদাখের মানুষের আকাঙ্ক্ষাকেও মর্যাদা দিতে হবে।’’

কংগ্রেসের বক্তব্য, ‘‘ভারতভুক্তির পর থেকে জম্মু-কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ। জম্মু-কাশ্মীরের মানুষ ভারতের নাগরিক। জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা এবং এই অঞ্চলের উন্নয়নের জন্য কংগ্রেস দায়বদ্ধ।’’

 

 

Comments :0

Login to leave a comment