Congress

উত্তরপ্রদেশে ‘ধন্যবাদ যাত্রা’ করবে কংগ্রেস

জাতীয়

ভারত জোড় যাত্রার পর এবার ধন্যবাদ যাত্রা। আগামী ১১ থেকে ১৫ জুন উত্তরপ্রদেশ জুড়ে চলবে এই যাত্রা। ওই রাজ্যে রাম মন্দিরের হাওয়া ফিকে করে দিয়ে লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করেছে কংগ্রেস সমাজবাদী পার্টি জোট। রাজ্যের ৮০টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৩৩টি পেয়েছে বিজেপি। ৪৩টি পেয়েছে ইন্ডিয়া। গত লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে বিজেপি জয়ী হয়েছিল ৬২টি আসনে। 

রাম মন্দির যেই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সেই ফৌজাবাদ কেন্দ্রে হেরেছে বিজেপি। কমেছে নরেন্দ্র মোদীর জয়ের ব্যবধান। মাত্র দেড় লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। পরাজিত হয়েছেন স্মৃতি ইরানি। রায়বারেলি আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন রাহুল গান্ধী।

যোগী রাজ্য উত্তরপ্রদেশে ভোটে ভালো সাফল্য পাওয়ার পর এই ‘ধন্যবাদ যাত্রা’র সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। দলের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের মানুষকে কৃতজ্ঞতা জানানো জন্য তাদের এই কর্মসূচি। রাজ্যের ৪০৩টি বিধানসভা আসন ছুঁইয়ে যাবে এই যাত্রা। 

Comments :0

Login to leave a comment