ওডিশার বোনাই আসনে ফের জয়ী হওয়ার মুখে সিপিআই(এম)। বিজু জনতা দলের প্রার্থীর থেকে ২৩ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন সিপিআই(এম) প্রার্থী লক্ষ্মণ মুন্ডা।
ওডিশা এবং অন্ধ্র প্রদেশে বিধানসভার ভোট হয়েছে লোকসভা ভোটের সঙ্গেই। লোকসভা এবং বিধানসভায় একতরফা ফল করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের নেতৃত্বাধীন বিজু জনতা দলকে সরতে হচ্ছে রাজ্যের সরকার থেকে।
এবারের ভোটে বোনাই কেন্দ্রে লক্ষ্মণ মুন্ডা পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট।
ওডিশা বিধানসভায় ২০১৯’র ভোটে বিজু জনতা দলের আসন ছিল ১১২। এবার সব মিলিয়ে ৫০ আসনে নেমে এসেছে নবীন পট্টনায়েকের দল। কংগ্রেসের আসন ১৪। গতবার বিজেপি’র ২৩ আসন ছিল বিধানসভায়। এবার তা থেকে বেড়ে ৮১ আসনে জয়ের মুখে বিজেপি।
পূর্ব ভারতে কেবল এই রাজ্যেই লোকসভার আসন লাফিয়ে বাড়ল বিজেপি’র। এরাজ্যে বিজেপি’র আসন ২০১৯-এ ছিল ৮। এবার ১৯ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। বিজেডি’র লোকসভা আসন ১২ থেকে কমে হয়েছে ১। কংগ্রেস এগিয়ে রয়েছে ১ আসনে।
ELECTION ODHISHA
ওডিশার বোনাইয়ে এগিয়ে সিপিআই(এম), সরকার খোয়াচ্ছেন নবীন
×
Comments :0