রক্তাক্ত শিক্ষক সমাজ। প্রতিবাদ জানাতে মঙ্গলবার পথে নেমে বিক্ষোভ দেখালো সিপিআই(এম)’র কর্মী সমর্থকরা। এদিন বিকালে পার্টির বসিরহাট উত্তর এরিয়া কমিটির আহ্বানে চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর তৃণমূল ও পুলিশের বর্বরোচিত হামলাকে ধিক্কার জানিয়ে খোলাপোতা বাজার থেকে মিছিল শুরু হয়। মিছিল টাকী রোড ধরে বসিরহাট -২নং বিডিও অফিস ঘুরে বাদুড়িয়া রোড ধরে কালিবাড়ি মোড় থেকে মিছিল চলে যায় খোলাপোতা হাইস্কুল মোড়ে। সোচ্চারিত মিছিল চাপাপুকুর রোডে গরুহাট হয়ে খোলাপোতা মোড়ে এসে শেষ হয়। সেখানে বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন শিক্ষক নেতা আবদুল্লা মোল্লা। বক্তব্য রাখেন সিপিআই(এম) উত্তর ২৪পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রাজু আহমেদ, এরিয়া কমিটির সম্পাদক আমির আলি ও আইনজীবী প্রনব দাস।
অন্যদিকে এদিন সন্ধ্যায় সিআইটিইউ, সারাভারত কৃষকসভা ও সারাভারত খেতমজুর ইউনিয়নের ডাকে বসিরহাট -১নং ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতের মাটনিয়া নতুনহাটে ৯ জুলাই সাধারণ ধর্মঘট ও বিকাশ ভবনে অভিযানে চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশ ও তৃণমূলের বর্বরোচিত আক্রমণ এবং সাম্প্রতিক সময়ে রাজ্যে ঘটে নানান ঘটনা সহ পেহেলগামে ঘটে যাওয়া নৃশংস সণ্ত্রাসীবাদী হামলার ঘৃণা জানিয়ে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে সভা হয়। সভাপতিত্ব করেন কাছেদ আলি মোল্লা। সভায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক আন্দোলনের নেতা রাজু আহমেদ, কিঙ্করকান্তি রায়, খেতমজুর ইউনিয়নের নেতা আনারুল ইসলাম।
Comments :0