Krishnanagar

কৃষ্ণনগরে প্রতিরোধ গড়ছেন সিপিআই(এম) কর্মীরা

রাজ্য লোকসভা ২০২৪

কৃষ্ণনগর লোকসভার তেহট্টের থানারপাড়ায় সিপিআই(এম) এবং তৃণমূল সংঘর্ষ। অভিযোগ শাসক দলের গুন্ডা বাহিনী সিপিআই(এম) প্রার্থী এসএম সাদির পোলিং এজেন্টকে বসতে বাধা দেয়। দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। একজন সিপিআই(এম) কর্মী আহতও হন। মাথা ফেটেছে তার।

সিপিআই(এম) কর্মীদের অভিযোগ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় ভোটারদের ভয় দেখাচ্ছেন শাসক দলের কর্মীরা। এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে তারা। কয়েকটি বুথে সিপিআই(এম) পোলিং এজেন্টদের বসতে বাধা দেওয়া হলেও সেই বাধা উপেক্ষা করেই বুথে রয়েছেন দলীয় কর্মীরা। 

উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের একাধিক পঞ্চায়েতে ভালো ফল করেন বামপন্থীরা। তৃণমূল এবং বিজেপি উভয় পরাজিত হয়।

নেতৃত্বের কথায় জায়গায় জায়গায় তৃণমূল ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করলেও সিপিআই(এম) কর্মীরা পাল্টা প্রতিরোধ তৈরি করছেন। সাধারণ মানুষও ঐক্যবদ্ধ ভাবে শাসক দলের আক্রমনের মোকাবিলা করছেন।  

Comments :0

Login to leave a comment