ATAL SETU CONGRESS

মোদীর ‘অটল সেতু’ ফাটলভরা ৬ মাসেই

জাতীয়

মুম্বাইয়ের ট্রান্স হারবার লিঙ্কে এই সেতুরই উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী।

ছয় মাস আগে উদ্বোধন হয়েছিল সেতুর। চওড়া রাস্তায় একলা নরেন্দ্র মোদীর পদচারণা ছবি আর ভিডিও ঘুরছিল দেশময়। সেই সেতুতেই ধরেছে ফাটল। ছড়িয়েছে আতঙ্কও। 
মহারাষ্ট্রে এই অটল সেতুর ফাটলভরা ছবি এখন ঘুরছে দেশময়। কংগ্রেসের প্রদেশ সভাপতি নানা পাটোলে এদিন যান সেতুতে। বিভিন্ন অংশ থেকেই উঠছিল অভিযোগ, তা খতিয়ে দেখতে যান তিনি। এরপর ফাটলের ছবিও পোস্ট করেন। 
পাটোলে বলেছেন, ‘‘মাত্র ৬ মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন এই সেতুর। এত তাড়াতাড়ি ফাটল ধরল কিভাবে? বিহারে কিছুদিন আগে একটি সেতু ভেঙে পড়েছিল। বহু মানুষ চলাচল করতে ভয় পাচ্ছেন।’’
পাটোলের অভিযোগ, সেতুর নির্মাণে বেনিয়ম এবং দুর্নীতি হয়েছে। না হলে এত তাড়াতাড়ি তৈরি সেতুতে ফাটল ধরার কথা নয়। 
‘অটল সেতু’ মুম্বাইয়ের বাসিন্দাদের কাছে ট্রান্স হারবার লিঙ্ক, সরকারি মতে  দীর্ঘতম সমুদ্র সেতু। তৈরিতে খরচ প্রায় ১৭ হাজার ৮৪০ কোটি টাকা। প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিজেপি’র নেতা প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর নামে এই সেতু করা হয়। মুম্বাই এবং নভি মুম্বাইয়ের মধ্যে যাতায়াতের সময় কমানোত লক্ষ্য তৈরি হয় সেতু।

Comments :0

Login to leave a comment