জিততে হলে ৫০ ওভারে ২৪১ রান করতে হবে অস্ট্রেলিয়াকে। ইনিংসে মাত্র চারটি বাউন্ডারি হয়েছে। গোড়ায় রোহিত শর্মা পিটিয়েই খেলছিলেন। পাওয়ার প্লে-তে ৮০ তোলে ভারত, ওভারে তখন ৮ রানের গড়। কিন্তু পরপর উইকেট হারাতে থাকে ভারত। কোহলি এবং রাহুল হাফ সেঞ্চুরি করেছেন। বিশেষজ্ঞরা বলছেন পিচে বল পড়ে দেরিতে আসছে। আউটফিল্ডও স্লো। ফলে দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলাররা কী করেন তা দেখার।
২০ বছর পরে আবার বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল মঞ্চে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। আমেদাবাদ স্টেডিয়ামে বিশ্বকাপ ঘিরে উদ্দীপনা তু্ঙ্গে টসে জিতে বোলিং নিল অস্ট্রেলিয়া।
ওপেন করতে নামন গিল ও রোহিত শর্মা। প্রথম ওভারে আসে মাত্র তিন রান। দ্বিতীয় ওভারে পর পর দুটি চার রহিত শর্মার। চার রান করে আউট হন শুভমন গিল। ৮ ওভার বলে ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৬১ রান।
ক্রিজে রয়েছেন কোহলি ও রাহুল। কোলির সংগ্রহ ৫৬ বলে ৫০। রাহুের সংগ্রহ ২৪ বলে ১১২ রান। ভারতের সংগ্রহ ২৪ ওভারে ১২৮ রান ৩ উইকেটে।
৪৭ রান আউট রোহিত শর্মা। ফাইনালে নিরাশ করলেন শুভমন গিল ও শ্রেয়স। শ্রেয়স আউট হলেন ৩ বলে ৪ রান করে।
Comments :0