Hooch Tragedy Protest

চোলাইয়ে মৃত্যু, লাঠি হাতে বিক্ষোভে মহিলারা

জেলা

গড়বেতা ও চন্দ্রকোণার চাঁদুর মৌজায় মহিলারা। ছবি: চিন্ময় কর।

চোলাই খেয়ে মারা গেলেন এক ব্যক্তি। পুলিশ দেহ উদ্ধারে এলে বাধার মুখে পড়ে। 
প্রবল ক্ষোভে গ্রামের মহিলারা চোলাই ঠেক ভেঙে গুঁড়িয়ে দেন। চন্দ্রকোনা ও গড়বেতা দুই থানার সীমানা চাঁদুর মৌজার ঘটনা। 
মহিলাদের দেখা গিয়েছে লাঠি হাতে বস্তায় ভরে বোতল এনে মদের ঠেকের বাইরে ফেলতে। লাঠি দিয়েছে মদের বোতল ভেঙেছেন তাঁরা।

Comments :0

Login to leave a comment