মৃতের সংখ্যা বাড়ছে পহেলগামে। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে গুলি চালিয়েছে সন্ত্রাসবাদীরা। পাহাড়ের চড়াইয়ে বৈসরনে হামলা হয়। খাড়াই বেয়ে উদ্ধারকাজে সমস্যা হয়েছে।
এদিন রাত সাড়ে ৮টা পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর জানা গিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরও অন্তত ১২ জন। নিহতদের মধ্যে দুই বিদেশীও আছেন।
প্রশাসন জানিয়েছে, পর্যটকদের ওপর হামলা হয় বেলা আড়াইটে নাগাদ। ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও-তে মর্মান্তিক দৃশ্য ধরা পড়েছে। আহত ও নিহতেরা রাস্তায় রক্তাক্ত। পরিজনেরা আর্ত চিৎকার করছেন। সাহায্য চাইছেন। গুলি ছুটতে থাকলে অনেকে প্রাণ বাঁচাতে আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন।
ফের সন্ত্রাসবাদী হামলায় প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রের বিজেপি সরকার। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন। শাহ পৌঁছেছেন কাশ্মীরে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও যাচ্ছেন ঘটনাস্থলে।
কিন্তু ৩৭০ ধারা বাতিল এবং রাজ্যকে ভেঙে দুই কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে কেন্দ্রের বিজেপি সরকার সন্ত্রাসবাদকে নির্মূল করার ভাষণ দিয়েছিল। কিভাবে তারপর একের পর এক হামলা হচ্ছে, সে প্রশ্নের জবাব আপাতত কেন্দ্রের কাছে নেই।
শাহ জানিয়েছেন যে সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী ঘটনার পরই তাঁর সঙ্গে কথা বলেছেন। আধিকারিকদের সঙ্গে ভিডিও বৈঠকও হয়েছে। মোদী বলেছেন, জঘন্য ঘটনায় যুক্ত প্রত্যেকের শাস্তি নিশ্চিত করা হবে।
হামলার তীব্র নিন্দা করেছে সিপিআই(এম)। জম্মু ও কাশ্মীরের বিধায়ক ইউসুফ তারিগামি থেকে সাধারণ সম্পাদক এমএ বেবি তীব্র ভাষায় নিন্দা করেছেন। সেই সঙ্গে কেন্দ্রের সরকারের জবাবদিহি দাবি করেছেন। তারিগামি বলেছেন, এই অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে কেন্দ্রের সরকারকে।
সিপিআই(এম)’র তরফে বলা হয়েছে যে কাশ্মীরকে স্বাভাবিক বলে যে প্রচার চালান মোদী-শাহ, তা কতটা ফাঁপা ধরা পড়েছে ফের।
স্থানীয় সূত্র জানিয়েছে যে সশস্ত্র হামলায় স্থানীয় একজনেরও মৃত্যু হয়েছে। স্থানীয় অন্তত পাঁচজন আহত।
বৈসরণ, যেখানে হামলা হয়েছে, পহেলগাম থেকে তার দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। বিস্তীর্ণ সবুজ বনভূমি বিস্তৃত এই এলাকা পর্যটকদের কাছে ‘মিনি সুইৎজারল্যান্ড’। এই পর্যটকরা দোকান থেকে খাবার কিনছিলেন। কেউ ঘোড়ার পিঠে চড়ছিলেন।
বিভিন্ন অংশ বলেছে যে সন্ত্রাসবাদী হামলা জম্মু ও কাশ্মীরে বারবারই হয়েছে। কিন্তু সাধারণভাবে পর্যটকদের ওপর হামলার ঘটনা খুব কম।
সংবাদসংস্থা জানাচ্ছে যে সন্ত্রাসবাদী সংগঠন পাকিস্তানের লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন নিষিদ্ধ ‘দ্যা রেসিস্ট্যান্স ফ্রন্ট’ এই নাশকতা তাদের বলে দাবি করেছে।
Pahalgam
পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬, তীব্র নিন্দা সর্বত্র

×
Comments :0