dengue awarness

শিলিগুড়িতে ডেঙ্গু সচেতনতা মিছিল

জেলা

ডেঙ্গু বিষয়ে সচেতনতা গড়ে তুলতে এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে রবিবার শিলিগুড়ির দেশবন্ধুপাড়া এলাকায় ২৯নং ওয়ার্ড কমিটি এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে ওয়ার্ডে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড কমিটির কার্যালয় এর সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। পদযাত্রা শেষে অংশগ্রহণকারী দের মধ্যে জয় চক্রবর্তী, অভিজিৎ দেব,প্রলয় নন্দী,দীপঙ্কর রায় প্রমুখ বক্তব্য রাখেন।  বক্তারা বলেন ডেঙ্গু বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। পাশাপাশি সরকার এবং পৌর কর্পোরেশনকে লক্ষ রাখতে হবে যাতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর চিকিৎসা বিষয়ে কোন হয়রানি না হয়। ডেঙ্গু মুক্ত শিলিগুড়ি এবং ডেঙ্গু মুক্ত ওয়ার্ড গড়তে সকলকে এগিয়ে আসতে হবে।

Comments :0

Login to leave a comment