CPI(M)

আক্রান্ত কর্মী-সমর্থকদের পাশে দীপ্সিতা, পার্টি নেতৃবৃন্দ

রাজ্য জেলা

CPIM TMC BJP AIKS WEST BENGAL PANCHAYAT ELECTION WEST BENGAL POLITICS 2023 BENGALI NEWS বাঁকড়ায় সিপিআই(এম) কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন দীপ্সিতা ধর। ছবিঃ সংগৃহীত

শুভাশিষ দেব সরকার: হাওড়া 

 

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই হাওড়া জেলার বাঁকড়ায় নির্বাচন পরবর্তী সন্ত্রাস শুরু করেছে তৃণমূল। হামলার মুখে পড়েছেন সিপিআই(এম) কর্মী এবং সমর্থক পরিবারগুলি।  শুক্রবার সন্ত্রস্ত এলাকায় গিয়ে আক্রান্ত কর্মী সমর্থকদের পাশে দাঁড়ালেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দীপ্সিতা ধর। 

হাওড়া জেলার ডোমজুড় বিধানসভার অন্তর্গত বাঁকড়া অঞ্চল শ্রীরামপুর লোকসভার মধ্যে পরে। মঙ্গলবার ও বুধবার রাতে এই অঞ্চলের সিপিআই(এম) কর্মী সেখ সফিকুল (রাজা)’র বাড়িতে হামলা চালায় তৃণমূল কর্মীরা। বাড়ি ভাঙচুরের পাশাপাশি মহিলা সহ পরিবারের বাকি সদস্যদের মারধর করা হয়। 

এর পাশাপাশি বুধবার রাতে বাঁকড়া-২ পঞ্চায়েত এলাকার মুন্সিডাঙায় বিজয় মিছিলের নামে সন্ত্রাস ছড়ায় তৃণমূল। সিপিআই(এম)’র স্থানীয় শাখা সম্পাদক ফজরুল রহমান সাহানার বাড়ি আক্রান্ত হয়। পরিবারের সদস্যদের মারধরের পাশাপশি বাড়িতে লুটপাট চালানো হয়। বাড়ি লাগোয়া ফজরুল রহমান সাহানার ভাইয়ের দোকানেও অবাধে লুটপাট চালানো হয়। নগদ টাকা ছাড়াও দোকানে থাকা সরঞ্জাম লুট করে নিয়ে যায় তৃণমূল কর্মীরা। 

শুক্রবার সকালে আক্রান্ত কর্মী সমর্থকদের পাশে দাঁড়াতে এলাকায় যান দীপ্সিতা ধর। আক্রান্ত পরিবারগুলির সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। স্থানীয় মানুষ জানান, কেবলমাত্র সিপিআই(এম)-কে সমর্থন করার জন্য তৃণমূল দফায় দফায় এলাকায় হামলা চালাচ্ছে। কিন্তু তাঁরা কোনও ভাবেই মাথা নত করে তৃণমূলের কাছে আত্ম-সমর্পন করবেন না। আগামী দিনেও তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সামিল হবেন তাঁরা। 

আক্রান্ত পরিবারগুলির পাশে থাকার অঙ্গীকার করে দীপ্সিতা ধর বলেন, আগামীদিনে বাঁকড়া অঞ্চলে তৃণমূল কোনও সিপিআই(এম) কর্মী-সমর্থকের গায়ে হাত তুললে কড়া আন্দোলন গড়ে তোলা হবে। 

মঙ্গলবার নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় সিপিআই(এম) কর্মী-সমর্থকদের উপর হামলা নামিয়ে আনছে তৃণমূল। দুর্গাপুরে এক সিপিআই(এম) সমর্থকের চায়ের দোকান পুড়িয়ে দেওয়া হয়। সেখানে গিয়ে আক্রান্তদের পাশে দাঁড়ান ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষি মুখার্জি, সিপিআই(এম) নেতা বংশগোপাল চৌধুরী। 

এছাড়াও দমদম, যাদবপুরেও আক্রমণ হয়েছে। সিপিআই(এম) কর্মী সমর্থকদের বাড়ি ও দোকান ছাড়াও একাধিক পার্টি অফিসে হামলা চালিয়েছে তৃণমূল। হামলার খবর মিলেছে তমলুক লোকসভা থেকেও। 

রাজ্য জুড়ে হামলা বাড়লেও সাধ্যমতো রুখে দাঁড়াচ্ছেন সিপিআই(এম) কর্মীরা। পার্টি নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে আক্রান্তদের পাশে থাকার বার্তা দিচ্ছেন। প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। হাওড়ায় সিপিআই(এম)’র সক্রিয়তায় পুলিশ প্রশাসন বাধ্য হয়েছে হামলাকারীদের রুখতে ও আগাম হামলা রুখতে।

 

Comments :0

Login to leave a comment