জনমতের চাপে বৈঠক করেছেন মুখ্যসচিব। কিন্তু হেনস্তার শিকার হতে হচ্ছে জুনিয়র ডাক্তারদের।
জুনিয়র ডাক্তারদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল যে তাঁরা কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপের বাইরে তাদের বক্তব্য তুলে ধরবেন। এই কর্মসুচির তাঁরা নাম দেন 'অভয়া পরিক্রমা'। ধর্মতলায় সেই কর্মসূচির সময় প্রথমে জুনিয়র ডাক্তারদের আটকে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এরপর কলকাতায় ত্রিধারা সম্মিলনীর সামনে থেকে প্রায় ২০ জনকে আটক করে কলকাতা পুলিশ। তাঁদের লালবাজারে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা এদিন ম্যাডক্স স্কোয়ারেও গিয়েছেন।
বুধবার দুপুর থেকেই কার্যত এই কর্মসূচি করার ক্ষেত্রে বারংবার বাধার মুখে পরে জুনিয়ার চিকিৎসকরা। প্রথমে তাঁদের গাড়ি আটকে রাখা হয় তারপরে অবস্থান মঞ্চ থেকে যখন তাঁরা কলকাতার দুটি দিক, অর্থাৎ উত্তর প্রান্ত ও দক্ষিণ প্রান্তের দিকে রওনা হন, তখন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জির নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী তাঁদের আটকানোর চেষ্টা করে। কিন্তু পুলিশের বাধা ভেঙে তাঁরা পায়ে হেঁটে এগিয়ে যান পার্ক স্ট্রিটের দিকে।
এদিনও বিভিন্ন হাসপাতালের সিনিয়র ডাক্তাররা পদত্যাগ করতে থাকেন। নাগরিকদের বিভিন্ন অংশ সরকারকে বৈঠকে বসার দাবি জানায়।
নাগরিকরা আবেদনে বলেন, ‘মুখ্যমন্ত্রী নিজে এবং মুখ্যসচিব অবিলম্বে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসুন, আগের প্রতিশ্রুতিগুলির রূপায়ণের বিষয়ে পদক্ষেপের অবস্থা সম্পর্কে তাঁদের যথাযথ অবহিত করুন এবং বাকি কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট টাইম লাইন দিন। এই আলোচনার মাধ্যমে চলমান অনশন আন্দোলনের মীমাংসা হোক।’
সই করেন পবিত্র সরকার, অনিল আচার্য, কুমার রাণা, গৌতম ভদ্র, নব দত্ত, বিনায়ক সেন, বিভাস চক্রবর্তী, শোভনলাল দত্তগুপ্ত প্রমুখ।
এদিনও রাজ্যের একের পর এক মেডিক্যাল কলেজে সিনিয়র চিকিৎসরা পদত্যাগ করতে থাকেন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ, সাগর দত্ত মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ, এসএসকেএম’র মতো বিভিন্ন হাসপাতালে সংহতি জানানোর এই প্রক্রিয়ায় শামিল হন চিকিৎসকরা।
JUNIOR DOCTORS
বৈঠকে ডাকলেও জুনিয়র ডাক্তাররা শিকার হেনস্তারই
×
Comments :0