Doon Express

সংরক্ষিত কামরায় যাত্রীর ওপর হামলা , প্রশ্নের মুখে রেল

রাজ্য

আবারও চলন্ত ট্রেনের সংরক্ষিত কামরায় যাত্রীর ওপর হামলা। সিটে বসা নিয়ে গন্ডগোলের জেরে যাত্রীর ওপর চলে প্রহার। ঘটনায় আবারও চলন্ত ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে রেল কর্তিপক্ষ। চলন্ত ট্রেনে যাত্রীদের উপর দুষ্কৃতীদের হামলার ঘটনা ঘটে বিহারের কুদ্রা স্টেশনে ৷ হাওড়া গামী ডাউন দুন এক্সপ্রেসের এস-৯ কামরাতে কয়েকজন যাত্রীকে মারধর, মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ করেন যাত্রীরা ৷ ট্রেনে সংরক্ষিত কামরায় আসনে বসা নিয়ে বিবাদের সূত্রপাত ৷ যাত্রীদের অভিযোগ সংরক্ষিত কামরায় বহিরাগত বেশ কিছু যাত্রী উঠে বসে ট্রেনে যাতায়াত করছেন। যাত্রীদের প্রশ্ন  ট্রেনে যাত্রী সুরক্ষা নিয়েও ৷ রেল পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। 
আহত ট্রেন যাত্রী বিশ্বজিৎ ভট্ট ও রুদ্র তরফদার জানান গত রবিবার তারা ডাউন দুন এক্সপ্রেস ওঠেন হাওড়ায় আসার জন্য। সোমবার রাতে ট্রেনটি যখন বারানসী স্টেশনে আসে তখন একজন যুবক তাদের সংরক্ষিত কামরার সংরক্ষিত আসনে এসে জোর করে বসে পড়েন। প্রতিবাদ করেন তারা। কথা কাটিয়ে শুরু হয়। এরপর পরবর্তী  কুদ্রা স্টেশনে ট্রেন আসতেই প্রচুর বহিরাগত লোক  এস ৯ সংরক্ষিত কামরায় উঠে তাণ্ডব চালায়। ব্যাপক মারধোর করা হয়।  বাধা দিতে এসে মারধোরের  হাত থেকে রেহাই পায়নি বহু যাত্রী। মারধোরের ফলে দুইজন যাত্রীর মাথা ফেটে যায়। আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। যাত্রীদের অভিযোগ বারেবারে রেল পুলিশকে জানানো সত্বেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি রেল পুলিশের পক্ষ থেকে। এমনকি রেল পুলিশের সামনেই  যাত্রীদের মারধোর করা হয়েছে বলে অভিযোগ যাত্রীদের। যাত্রীদের থেকে  দুইটি মোবাইল ফোন এমনকি ঘড়ি ও টাকা পয়সা নিয়ে যায় দুস্কৃতিকারীরা। ঘটনায় আক্রান্ত যাত্রীরা জানান, ‘‘লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত ট্রেনে যাতায়াত করেন ,কিন্তু রেলের নিরাপত্তা ব্যবস্থা বলতে কিছুই নেই।’’ এদিন সকালে ট্রেনটি হাওড়া স্টেশনে পৌঁছালে বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। পরে হাওড়া স্টেশনে আরপিএফের আধিকারিকরা এসে তাদের নিয়ে গেলে যাত্রীদের মধ্যে আরও ক্ষোভের সঞ্চার হয়। হাওড়া স্টেশনের বাইরে আরপিএফের অফিসে গিয়ে লিখিত অভিযোগ করেন যাত্রীরা। যদিও এ বিষয়ে রেল কর্তপক্ষের কোন সদুত্তর পাওয়া যায়নি।

Comments :0

Login to leave a comment