প্রচার চলতে চলরেই একটি কাগজের নৌকা জলে ভাসিয়ে তিনি বলেন, ‘‘অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল দাবি করে এলাকায় নাকি অনেক কাজ হয়েছে। এক ঘন্টার বৃষ্টি হলে হাঁটু পর্যন্ত জল জমে যায় এখানে। তৃণমূলের নেতাদের যদি চক্ষু লজ্জা থাকে তাহলে আর উন্নয়নের কথা বলবে না। মানুষের জন্য নৌকার ব্যবস্থা করুক। প্রতিবাদ স্বরূপ এই প্রতীকি নৌকা আমরা জলে ভাসিয়ে দিচ্ছি।’’
মহেশতলা, মেটিব্রুজ, বজবজ সহ ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে বিভিন্ন জায়গায় নাকাশি ব্যবস্থা এবং পানীয় জলের সমস্য প্রবল। অল্প বৃষ্টিতেই জল জমে যায়। এলাকায় তীব্র জল কষ্ট। মিউনিসিপালিটি তৃণমূলের দখলে অথচ এলাকার মানুষকে সমস্যা থেকে মুক্তি দিতে তারা ব্যার্থ। 
দশ বছরে সাংসদকে এলাকায় দেখেনি কেউ। শুধু দেখেছে তার ছবি। অথচ ডায়মন্ড হারবার নাকি গোটা রাজ্যে মডেল !
 
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0