আইএসএল তালিকায় সামনে এগোনোর জন্য সোমবারের চেন্নাইন এফসি ম্যাচকে পাখির চোখ করেছে ইস্টবেঙ্গল। এদিন সন্ধ্যা সাড়ে ৭টার সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে দুই দল। এই মুহূর্তে ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১২ দলের আইএসএলের নবম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। একই সংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে ১০ নম্বর স্থানে রয়েছে চেন্নাইন। সোমবারের ম্যাচ জিতলে বেঙ্গালুরুকে সরিয়ে তালিকার অষ্টম স্থানে উঠে আসবে লাল হলুদ।
সুপার কাপ এবং তারপর আইএসএলের ডার্বিতে স্বপ্নের ফর্মে ছিল ইস্টবেঙ্গল। সুপার কাপ জয়ের পাশাপাশি টানা ১১ ম্যাচ অপরাজিত ছিল কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে থাকা লাল হলুদ বাহিনী। তারপরেই ছন্দপতন ঘটেছে। শেষ ৪ ম্যাচে হারতে হয়েছে ৩টিতে। জয় এসেছে মাত্র ১টি ম্যাচে। তাও তালিকার লাস্ট বয় হায়দরাবাদ এফসি’কে হারিয়ে।
এই আবহে কার্লেস কুয়াদ্রাত রবিবার নাম নিয়ে ভারতীয় রেফারিদের নিশানা করেছেন। তাঁর বক্তব্য,‘‘বাজে রেফারিংয়ের শিকার হতে হয়েছে দলকে। ১৫টি ম্যাচ খেলেছি আমরা আইএসএলে। তারমধ্যে কমকরে ৫টি ম্যাচে বাজে রেফারিংয়ের জন্য পয়েন্ট নষ্ট হয়েছে আমাদের।’’
তিনি তালিকা দিয়ে বলেন, ‘‘ওডিশা ম্যাচে আমাদের ২টি নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি। তারফলে আমরা ২ পয়েন্ট হারিয়েছে। মোহনবাগান ম্যাচে নন্দকুমারকে ফাউল করা হয় আমাদের বক্সে। কিন্তু সেই ফাউল অগ্রাহ্য করে রেফারি খেলা চালিয়ে যান। সেই মুভমেন্ট থেকে গোল হয়, এবং আমরা ২ পয়েন্ট হারাই।’’
একইসঙ্গে জামশেদপুর ম্যাচ নিয়েও ক্ষোভ উগড়ে দেন তিনি। প্রসঙ্গত, এই ম্যাচে ৮০ মিনিট অবধি ১-০ গোলে এগিয়ে থেকেও ম্যাচ হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। কুয়াদ্রাত বলেছেন, ‘‘জামশেদপুর শেষ ১৫ মিনিটে কোনও সুযোগ তৈরি করতে পারেনি। কিন্তু রেফারি দায়িত্ব নিয়ে সেই কাজটা ওদের হয়ে করে দিল। এমন জায়গায় ফ্রিকিক দিল, যেটা পেনাল্টির সমান।’’
সাংবাদিক বৈঠক থেকে ঘুরিয়ে খারাপ সিদ্ধান্ত নিলে রেফারিদের শাস্তির সুপারিশও করেছেন তিনি। একইসঙ্গে ভারতীয় ফুটবলে ভিএআর বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি ব্যবহারের পক্ষেও সওয়াল করেছেন তিনি।
Comments :0