ঘরের মাঠে চেন্নাইন এফসি’কে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় দুই দল। ৬৫ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন নন্দকুমার শেখর।
আইএসএলের প্রথম ছয়ের দৌঁড়ে থাকতে গেলে ইস্টবেঙ্গলকে এই ম্যাচ জিততেই হত। চেন্নাইন ম্যাচ জয়ের ফলে ইস্টবেঙ্গল ১৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে উঠে এল।
সুপার কাপ জয়ের পরে চোট আঘাতে জর্জরিত ইস্টবেঙ্গল। পারদো, সল ক্রেসপো’র মত দলের নির্ভরযোগ্য একাধিক খেলোয়াড় চোটের জন্য মাঠের বাইরে। তারফলে লাল হলুদের মাঝমাঠের ছন্দ নষ্ট হয়েছে। ফর্ম নষ্ট হয়েছে গোটা দলের। তারফলে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকা ইস্টবেঙ্গল শেষ ৫ ম্যাচে ৩টিতে হেরেছে। গত ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে ৮০ মিনিট অবধি ১-০ গোলে এগিয়ে থেকেও ম্যাচ হারতে হয়েছে।
এখন দেখার চেন্নাইন ম্যাচের পরে পাকাপাকি ভাবে জয়ের সরণীতে ফিরতে পারে কিনা লাল হলুদ।
এদিনের ম্যাচে ইস্টবেঙ্গলের বল দখলের হার চেন্নাইনের তুলনায় খানিকটা বেশি ছিল। লাল হলুদ শিবির সূত্রে খবর, দলের মাঝমাঠের মূল স্তম্ভ সল ক্রেসপো আগামী ওডিশা ম্যাচ থেকে মাঠে নামবেন। সেক্ষেত্রে সমর্থকদের আশা, পরবর্তী ম্যাচ থেকে দলের মাঝমাঠ দানা বাঁধতে শুরু করবে আগের মত।
Comments :0