EAST BENGAL UPDATE

ইস্টবেঙ্গলে আসছেন নয়া স্প্যানিশ ফরোয়ার্ড, ফালকের ইতিহাস জানেন?

খেলা

iago falque east bengal East Bengal FC east bengal player transfer news east bengal player transfer update bengali news

মরশুমের দ্বিতীয় উইন্ডোতে লাল হলুদে আসতে চলেছেন নতুন বিদেশি। স্প্যানিশ ফরোয়ার্ড ইয়াগো ফালকে যোগ দিচ্ছেন ইস্টবেঙ্গলে। শোনা যাচ্ছে যে, কথাবার্তা প্রায় চূড়ান্ত।

কিন্তু কে এই ফালকে? যাঁর ক্যারিয়ার শুরু হয় বার্সেলোনাতে। তারপর চার বছরের চুক্তিতে যোগ দেন জুভেন্টাসে। যদিও পরে ভিলারিয়ালের হয়েও খেলতে দেখা যায় তাঁকে।     

গত ২০১১ সালে, ইয়াগো ফালকে যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারে। খেলেন ইউরোপা লিগের মঞ্চেও। শুধু তাই নয়, লোনে যোগ দেন সাউদাম্পটনেও। লা-লিগা ফুটবল প্রতিযোগিতাতেও দাপিয়ে খেলেন এই তিনি। সেইসঙ্গে, খেলেন আলমেইরার হয়েও। ফলে, বিশ্ব ফুটবলের একাধিক বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ৩৪ বছর বয়সী ফুটবলারটির। এছাড়াও, অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপেও নেমেছেন স্পেনের জার্সি গায়ে। 

রোমার হয়েও বেশ ভালো ফুটবল উপহার দিয়েছেন ইয়াগো ফালকে। খেলেছেন মেসির বিরুদ্ধেও। স্বভাবতই, এহেন একজন অভিজ্ঞ ফুটবলারকে সই করিয়ে দলের শক্তি নিঃসন্দেহে আরও বাড়াতে চাইছেন কোচ কুয়াদ্রাত। এই ফরোয়ার্ডের বাঁ-পা দারুণ চলে। সূত্রের খবর, ইস্টবেঙ্গলে আসা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে তাঁর। 

এখন দেখার বিষয় এটিই যে, ফালকে আসার পর ইস্টবেঙ্গলের দলীয় পারফরম্যান্স কোন জায়গায় গিয়ে দাঁড়ায়।                             

Comments :0

Login to leave a comment