ফ্রেন্ডলী ম্যাচে ভারতীয় নৌবাহিনীর ফুটবল দলকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল। রবিবার সন্ধ্যায় নিউটাউন স্টেডিয়ামে এই ম্যাচ খেলা হয়। ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার পরে কোনও ফরম্যাটে এটি ছিল লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাতের প্রথম ম্যাচ।
এই ম্যাচে নিজের ভারতীয় স্কোয়াডকে ভালো করে পরখ করে দেখে নেন কুয়াদ্রাত। ইস্টবেঙ্গলের কোনও বিদেশি ফুটবলার এদিনের ম্যাচে মাঠে নামেনি। দলের হয়ে গোলদুটি করেছেন লালচুংনুংগা এবং মন্দার রাও দেসাই। লাল ১২ মিনিটে এবং মন্দার ৫৩ মিনিটে গোল করেন।
আগস্টের প্রথম সপ্তাহ থেকেই ডুরান্ড কাপে মাঠে নামছে ইস্টবেঙ্গল। মরশুমের প্রথম প্রতিযোগিতার আগে দল গুছিয়ে নেওয়ার চেষ্টায় কোনও ত্রুটি রাখতে চাইছেন না কুয়াদ্রাত।
Comments :0