Ration scam

রেশন দুর্নীতি মামলার চার্জশটি জমা করলো ইডি

রাজ্য

রেশন দুর্নীতি কান্ডে বিশেষ আদালতে জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানের বিরুদ্ধে ১৬২ পাতার চার্জশিট জমা করলো ইডি। কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার পক্ষ থেকে চার্জশিটে উল্লেখ করা হয়েছে রেশন বন্টন দুর্নীতির পরিমান ১০০ কোটি টাকা। তার মধ্যে থেকে ২২ কোটি টাকা তারা উদ্ধার করতে পেরেছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। উল্লেখ্য কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা দাবি করেছে, বালু খাদ্য দপ্তর ছাড়ার পরেও দুর্নীতি হয়েছে। সেই ক্ষেত্রে তার দায় বর্তমান খাদ্য মন্ত্রী রথীন ঘোষের ওপর যায় বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। ইতিমধ্যে পুরসভা নিয়োগ দুর্নীতি কান্ডে রথীন ঘোষের বাড়ি হানা দেয় ইডি।

রেশন দুর্নীতির বিষয়টি সামনে আসার পর একাধিক ভুয়ো সংস্থার নাম সামনে এসেছে। সেই কথাও উল্লেখ করা হয়েছে চার্জশিটে। সেখানে বলা হয়েছে যে দুর্নীতির কালো টাকা সাদা করার জন্য বালু তার মেয়ে, স্ত্রী এবং অন্যান্য আত্মীয়দের নামে একাধিক সংস্থা খোলে। বাকিবুরও একই কাজ করেছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার। গত ১৩ অক্টোবর বাকিবুরকে গ্রেপ্তার করে ইডি। ২৭ অক্টোবর বালুকে গভীর রাতে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার। অসুস্থতার কারণে বালু এসএসকেএঙ হাসপাতালে ভর্তি থাকলেও, বাকিবুর জেলে রয়েছে। 

Comments :0

Login to leave a comment