Elephant

খাবারের খোঁজে অরণ্য ছেড়ে লোকালয়ে হাতি

জেলা

খাবারের জন্য যে কোন জায়গায় হানা দিচ্ছে বন্যপ্রানী। মাত্র দিন কয়েক আগে শালবাড়ি বস্তির এক বাড়ির রান্না ঘরে ঢুকে গিয়েছিল এক চিতাবাঘের শাবক। এবার খাবারের খোঁজে চালসার জনবহুল এলাকার দোকানে ও বাড়িতে হানা দিল দুই বুনো হাতি। 
ডুয়ার্সের অন্যতম জনপদ চালসা গোলাই এলাকা। চৌরাস্তার সর্বত্র রয়েছে দোকান ও বসতি। আছে প্রানচঞ্চল একাধিক বাসস্ট্যান্ড ও ছোট গাড়ি স্ট্যান্ড। দিনরাত যানবাহন চলাচল করে। এহেন এক জনবহুল এলাকায় রবিবার রাতে দুটি হাতি চাপরামারি বনাঞ্চল থেকে বেরিয়ে এসে হানা দিল এক দোকানে ও বাড়িতে। 
চালসা গোলাই সংলগ্ন পেট্রোল পাম্পের উল্টো দিকে ৩১ সি জাতীয় সড়কের ধারে সমীর দাসের দোকানের রবিবার রাতে হানা দিয়ে দেওয়াল ভেঙে চিপস, কুড়কুড়ে সহ অন্যান্য প্যাকেট খাবার বার করে। দোকান মালিক জানান, দোকানে ধাক্কার শব্দ শুনে বাইরে এসে দেখি এক হাতি দোকান ভেঙে চিপসের প্যাকেট বার করছে। ভয়ে ভিতরে এসে সবাই মিলে চিৎকার করি। এরপর হাতি নিজের মতো চলে যার। 
শুধু দোকান নয়, পাশের এক বাড়ির কলাগাছ খায় ও ফসল নষ্ট করে। এভাবেই কিছুক্ষণ তান্ডব করে দুই হাতি আবার বনে ফিরে যায়। 
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনকর্মীরা। তারা তদন্ত করে যায়। জনপদের মধ্যে এইভাবে  হাতি চলে আসায় আতঙ্কের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। 
 

Comments :0

Login to leave a comment