NEERAJ CHOPRA

নীরজের সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে দেশের ক্রীড়ামহল

খেলা

NEERAJ CHOPRA INDIAN SPORTS WORLD ATHLETICS CHAMPIONSHIP SACHIN TENDULKAR VIRENDRA SEHWAG VVS LAXMAN JAVELIN THROW BENGALI NEWS

রবিবার বুদাপেস্টে  বিশ্ব অ্যাটলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন(পুরুষ) বিভাগে সোনা জিতেছেন ভারতের নীরজ চোপড়া। কার্যত রেকর্ড গড়ে ৮৮.১৭ মিটার দূরে জেভলিন ছুঁড়েছেন তিনি। নীরজের স্বর্ণপদক জয়ের খবরে উচ্ছ্বাসে ভাসছে দেশের ক্রীড়ামহল। বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয়কে প্রশংসায় ভরিয়ে দিতে কোন কার্পণ্য  বোধ করেননি প্রাক্তন থেকে শুরু করে বর্তমান ক্রীড়াবিদরা।

এদিন সোশ্যাল মিডিয়া এক্স (পূর্বতন টুইটার)—এ  পোস্ট করে নীরজকে কুর্নিশ জানান শচীন টেন্ডুলকর। তিনি বলেছেন‘‘নীরজের হাত ধরে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা জিতল ভারত। এটি ভারতীয় ক্রীড়া জগতের জন্য একটি মাইল ফলক। তোমার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম আগামী টুর্নামেন্ট গুলিতেও সাফল্যের মুখ দেখুক।’’

ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এক্সে লিখেছেন‘‘দুরন্ত একজন ক্রীড়াবিদ। একজন প্রকৃত চ্যাম্পিয়নযিনি প্রতিবার বড় মঞ্চের জন্য নিজের সেরাটা বাঁচিয়ে রাখেন। দুর্দান্ত।’’

নীরজকে  শুভেচ্ছা জানিয়েছেন ভিভিএস লক্ষণও।তিনি এক্সে লিখেছেন‘‘আরো একটা সোনার মেডেল। নীরজ চোপড়াকে শুভেচ্ছা। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পুরুষ জ্যাভলিন বিভাগে স্বর্ণপদক জিতেছেন তিনি।’’

নিজের ক্রিকেটীয় কেরিয়ারে রসবোধের জন্য বিখ্যাত ছিলেন বীরেন্দ্র সহবাগ। তাঁর এক্সে করা মন্তব্যেও মিলেছে সেই ঝলক। তিনি লিখেছেন‘‘ছুঁড়লে এমন জোরে ছোঁড়োযে চারজন বলবে ভাই কি দুরন্ত ছুঁড়েছিস। নীরজ তেমনি জোরে ছুঁড়েছে। একেবারে ৮৮.১৭ মিটার!  এবং আমাদের চ্যাম্পিয়ন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে। সোনার দৌড় অব্যাহত।’’

বেজিং অলিম্পিকে পদক জয়ী অভিনব বিন্দ্রা এক্সে লিখেছেন‘‘বুদাপেস্টে নীরজকে সোনা জিততে দেখে আমরা গর্বিত। তোমার নিষ্ঠা এবং পরিশ্রম আমাদের সামনে দৃষ্টান্ত হয়ে থাকবে। অভিনন্দন বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া। তোমার মত তারকাদের জন্যই বিশ্বমঞ্চে ভারতের এমন উজ্জ্বল উপস্থিতি।’’

টোকিও অলিম্পিকে রুপোর পদক জয়ী ভারত্তোলক মীরাবাঈ চানু এক্সে লিখেছেন‘‘দারুন এক সাফল্য। তোমার জন্য গর্বিত নীরজ।’’

প্রসঙ্গত২০১৬ সালে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে নিজের স্বপ্নের দৌড় শুরু করেন নীরজ। ২০১৭ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে পুরুষ জ্যাভলিন বিভাগে সোনা জেতেন তিনি। এরপর টোকিও অলিম্পিকেও এই বিভাগে সোনা জেতেন নীরজ। ২০২২ এবং ২০২৩ সালে ডায়মন্ড লীগেও মেডেল যেতেন তিনি। 

Comments :0

Login to leave a comment