Nadia

মেয়েকে খুন করে জলঙ্গি নদীতে ফেলে দিল বাবা

রাজ্য জেলা

ফের অমানবিক চিত্র নদীয়ায়। স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে নিজের চার বছরের শিশু কন্যাকে প্রথমে রাস্তায় আছাড় মেরে, পরে কৃষ্ণনগর জলঙ্গি ব্রিজের ওপর থেকে নদীতে ফেলে দিয়ে হত্যা করার অভিযোগ বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার ধুবুলিয়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের মায়াকোল গ্রামে। অভিযুক্ত নদীয়ার ধুবুলিয়ার থানার মায়াকোলের বাসিন্দা বুদ্ধদেব ঘোষ। তার বিরুদ্ধে অভিযোগ নিজের শিশুকন্যকে হত্যা করার। ঘটনায় অভিযুক্তকে আটক করেছে নদীয়ার ধুবুলিয়া থানার পুলিশ।
স্থানীয় সুত্রে পাওয়া খবরে জানা গেছে অশান্তির কারণে দোলের দিন বুদ্ধদেব যখন বাড়ি ছিলেন না। তার স্ত্রী বাপের বাড়ি চলে যান তাকে না জানিয়ে। বাড়ি ফিরে জানতে পারে তার স্ত্রী বাপের বাড়ি চলে গিয়েছেন। রাগে ক্ষোভের বসে শিশু কন্যাকে তার মায়ের কাছে নিয়ে যাওয়ার নাম করে তাকে বাড়ি থেকে জলঙ্গি ব্রিজে নিয়ে যায়। সেখানেই প্রথমে রাস্তায় আছড়ে মারে তারপরে তাকে ব্রিজ থেকে ফেলে দেয় বলে অভিযোগ। পরিবারের সদস্যরা চাপাচাপি করলে সে বলে মেয়েকে মেরে দিয়েছে। এরপর পুলিশে খবর দেওয়া হয় পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। তার থেকে তথ্য অনুযায়ী জলঙ্গি নদী থেকে সেই শিশু কন্যার দেহ উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। শিশু কন্যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় নেমেছে শোকের ছায়া। অভিযুক্ত বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Comments :0

Login to leave a comment